শিরোপা থেকে ছিটকে গেলো অ্যাটলেটিকো

0
45

স্প্যানিশ লা লিগার শিরোপা রেশ থেকে ছিটকে গেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল রিয়াল সোসিয়েদাদের কাছে ৩-০ গোলে হার দেখে তারা। অন্যদিকে অ্যাটলেটিকোর এ পরাজয়ে শিরোপার খুব কাছে পৌঁছে গেলো এফসি বার্সেলোনা। চলতি লীগে কাতালানদের হাতে রয়েছে আরো পাঁচ ম্যাচ। আর এর মধ্যে এটিতে জয় পেলেই শিরোপা পুনরুদ্ধার করবে বার্সা। আগামী ২৯ এপ্রিল দেপোর্তিভো লা করুনার মাঠে নিজেদের পরের ম্যাচ খেলবে কোচ আরনেস্তো ভালভার্দের দল।
আর এ নিয়ে শেষ চার অ্যাওয়ে ম্যাচের তিনটিতেই হারা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৩ ম্যাচে ৭১। সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট বেশী নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর চার নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৬৫। এদিন প্রতিপক্ষের মাঠে ২৭তম মিনিটে ব্রালিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসের গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৮০ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ানমি। আর ম্যাচের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এ স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড।