শিল্প-সাহিত্য ও সংস্কৃতি প্রসারে ভূিমিকা রাখছে নিউজচিটাগাং : মোজাচ্ছির আলী

0
81

শিল্প-সাহিত্য ও সংস্কৃতি প্রসারে ভূিমিকা রাখছে নিউজচিটাগাং।

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে নিউজচিটাগাং২৪ডটকমের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিশিষ্ট ছড়াকার ও বিজিসি ট্রষ্ট এর পরিচালক মোজাচ্ছির আলী আরো বলেন সত্যিকার অর্থে সাহিত্য-শিল্পের প্রয়োজনীয়তা বিষয়েও প্রশ্নের কোনো শেষ নেই। আর লেখক কিংবা শিল্পী তার সমকালকে, সমাজকে কিংবা কোনো বিশেষ সাংস্কৃতিক জীবনধারাকে কীভাবে প্রভাবিত করে-এসব স্বাভাবিক ভাবনাও আমাদেরকে মাঝে মধ্যে চিন্তার অতলে ডুবিয়ে দেয়। কবিতার ক্যানভাস, কাহিনীর পরিসর ও জীবনচেতনা কিংবা সংগীতের সাধনা জীবনের জন্য যে কত বড় প্রয়োজন, তা বোধকরি আমরা কম লোকেই ভেবে থাকি। অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে দরকার টাকা-কড়ির । আবার দেখা যায় নিবিড়বাবে, গভীরভাবে বেঁচে থাকতে হলে শিল্প-সংস্কৃতির আশ্রয় ও সাহচর্যের প্রয়োজন পড়ে। জীবনকে পরিমার্জিত করতে ,কল্পনা ও পরিকল্পনার সুন্দর সমন্বয় সাধন করতে গেলে শিল্প-সাহিত্য-সংস্কৃতির কোনো বিকল্প নেই ।

৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিউজচিটাগাং প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন।