শিশু আরফিন আজাদকে বাঁচাতে সাহায্যের আবেদন

0
48

চট্টগ্রাম নগরীর কর্নেল হাট উত্তর কাট্টলীর আমানত উল্যাহ শাহ পাড়ার আশরাফ আলী টেন্ডল বাড়ির দিন মজুর মো. আজাদের একমাত্র কন্যা সন্তান শিশু আরফিন আজাদের (১) চিকিৎসার জন্য সাহায্য ও সহযোগিতার আবেদন করেছেন দেশের প্রতিটি সচেতন মানুষের কাছে। জানা যায়, মাত্র ছয় মাস বয়সেই শিশু আরফিন আজাদের হার্টের মধ্যে ছিদ্র ধরা পড়ে। এরপর থেকে ভালো চিকিৎসার আশায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আনা নেওয়া করলেও সমস্যা সমাধান হয়নি। বরং দিন দিন সমস্যা বাড়ছে। সর্বশেষ গত গত মাসের শেষের দিকে শিশু আরফিন আজাদকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশু আরফিন আজাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ফারিয়া আক্তারের অধিনে চিকিৎসা করালে তিনি উক্ত শিশুটির হার্ট ছিদ্রের উন্নত চিকিৎসার জন্য ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আগামী ৭ তারিখ শুক্রবার আরফিন আজাদের উন্নত চিকিৎসার লক্ষ্যে ঢাকা অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ডাক্তার বলেছেন, হার্টের অপারেশন করাতে হবে। সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকা মতো খরচ হবে উক্ত চিকিৎসার জন্য। দ্রুত অপারেশন না করলে শিশু আরফিন আজাদকে বাঁচানো যাবে না। কিন্তু শিশুটির বাবা মো আজাদ একজন দিন মজুর এবং শুধুমাত্র বাড়ী ভিটা ছাড়া আর কিছুই নেই। তাঁর পক্ষে এত টাকা যোগান দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি তার একমাত্র সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি সহ সকল সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। সাহায্য পাঠানোর ঠিকানা: আরিসুল ইসলাম সুজন, ওয়ান ব্যাংক, আন্দরকিল্লাহ শাখা সঞ্চয়ী হিসাব নং- ০৬৭২০৫০০১১০২৬। প্রয়োজনে: মো: আজাদ, আশরাফ আলী টেন্ডল বাড়ী, আমানত উল্যাহ শাহ পাড়া, উত্তর কাট্টলি, কর্নেল হাট, চট্টগ্রাম। (চাচা সাজ্জাদ হোসেন) মোবাইল: ০১৮২৯৬৯৬৯২৮(বিকাশ)।