শিশু ইয়ামিনকে তার মা’র নিকট হস্তান্তর করলেন মেয়র

0
120

ভারতের বাটারফ্লাই চাইল্ড কেয়ারবোর্ট থেকে অনুমোদিত হয়ে বাংলাদেশের শিশু অধিকার বাস্তবায়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ এর নিকট হস্তান্তরিত শিশু ইয়ামিনকে তার মা শামসুন নাহার এর নিকট হস্তান্তর করলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন
বাংলাদেশের কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার মতলবপুর গ্রামের মরহুম আবদুল কাদের এর ১২ বছরের শিশু সন্তান মোহাম্মদ ইয়ামিন ৬ বছর পূর্বে তার গৃহ ত্যাগ করে ঢাকায় চলে যায়। সেখানে গৃহকর্তৃর নির্যাতনে শিশুটির ডান চোখ নষ্ট হয়ে যায়।  তার মা তাকে ঢাকা থেকে এনে চোখের চিকিৎসা করে সুস্থ করে তোলেন।  গত ৪ মাস পূর্বে এই শিশুটি ভুলক্রমে গাড়ী ও ট্রেনে চড়ে ভারতের বেনাপোল সিমান্ত পার হয়ে ভারতের দিল্লীতে চলে যান। সেখানে বাটারফ্লাই নামক একটি এনজিও’র তত্তাবধানে শিশুটি আশ্রয়প্রাপ্ত হয়। সেখানে বাটারফ্লাই কর্তৃপক্ষ শিশুটির বড়বোন কাকলীর মোবাইল নম্বর এর মাধ্যমে বিগত ২ সপ্তাহ পূর্বে পরিবারে তার মায়ের সাথে যোগাযোগ করে। মায়ের আহবানে শিশুটি ভারত থেকে বাংলাদেশে আসতে চায় কিন্তু তার মায়ের ভারত থেকে আনার ক্ষমতা না থাকায় শিশু অধিকার বাস্তবায়নকারী সংস্থা অপরাজেয় বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এর সাথে যোগাযোগ হয়।  অপরাজেয় বাংলাদেশ পরিচালিত আইআরসিসিএলটি ঢাকা ও চট্টগ্রাম কর্মীদের মাধ্যমে সরেজমিনে শিশুর পরিবার পরিদর্শন করে। শিশুটির মা ও বোন ইয়ামিনকে গ্রহণ করার জন্য প্রস্তুত করে। গত ৩ জানুয়ারী ২০১৭ খ্রি. বাটারফ্লাই এনজিও অপরাজেয় বাংলাদেশ শিশু অধিকার বাস্তবায়নকারী সংস্থার নিকট রেফার করে। আজ ০৫ জানুয়ারী ২০১৭ খ্রি. বৃহষ্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর মাধ্যমে ভারত থেকে নিয়ে আসা শিশু ইয়ামিনকে তার মা শামসুন নাহার এর নিকট হস্তান্তর করে। এসময় ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলাইমান সেলিম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ, শহর সমাজসেবা প্রকল্প -১ এর কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম, অপরাজেয় বাংলাদেশের প্রকল্প পরিচালক মাহববুল আলম, ট্রেনিং অফিসার রেহানা চৌধুরী, শিশু উন্নয়ন ব্যবস্থাপক ঝুমরী বড়–য়া, সমাজকর্মী রাশেদা আকতার, জিন্নাত আরা বেগম, পরাগ সিংহ রায়, কাজল মিত্র, পিযুস দাশগুপ্ত এবং ব্রাইট বাংলাদেশ ফোরামের নির্বাহী পরিচালক উৎপল বড়–য়া, মো. জহির উদ্দিন,সৈয়দ আহসান কবির, সঞ্জয় দাশ সহ সংবাদকর্মী ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।  চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন গরীব ঘরের এই শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেন এবং তার খরচ বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন।