শিশু-কিশোরদের মাঝে ত্রিতরঙ্গের শীতবস্ত্র বিতরণ

0
50

অাজ শুক্রবার (২০-০১-১৭) চট্টগ্রাম নগরীর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০১৭ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের মহাসচিব বিশিষ্ট সংগঠক, কবি জনাব শাওন পান্থের সভাপতিত্বে জয়া শর্মার সঞ্চালনায় বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিডিবি তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব সামছুল আলম, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক প্রফেসর ডাঃ সুলতানুল আলম, অতিরিক্ত কমিশনার (ট্যাক্স) বদরুল কবির, সিলেট ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আবুবকর সিদ্দিক, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার আমিনা রহমান, প্রকৌশলী কাইজার রহমান, গাজী টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ অনিন্দ্য টিটো, বিশিষ্ট ছড়াকার অনিন্দ্য বড়ুয়া, বিশিষ্ট কবি কমরে আলম, কথাসাহিত্যিক তৌফিকুল ইসলাম চৌধুরী, শিল্পী আক্তার হোসেন কিরণ, নাসিমা আক্তার ডেইজি, সুবর্ণা রহমান, ফরিদা ইয়াসমিন জেসমিন, ত্রিতরঙ্গের অর্থসচিব জিয়াউদ্দিন রনি, মাইনুর নাহার, সাকিব করিম, মেহেদী হাসান, আহমেদ রোবেল, মনোয়ার হোসেন, এস. আই শুভ প্রমুখ। এই অনুষ্টানে বক্তারা অসহায় মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ত্রিতরঙ্গের এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার জন্য অাহবান জানান। পরে কয়েকশ শিশুকিশোরের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থের সাথে আলাপচারীতায় জানা যায় ত্রিতরঙ্গের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে এবার আরো রয়েছে খাগড়াছড়িতে দরীদ্র নৃ-গোষ্টী, উত্তরবঙ্গের বগুড়া ও সিরাজগঞ্জ এতিমখানা ও দরীদ্র জণগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি। আরো জানা যায় আজ গভীর রাতেই চট্টগ্রাম শহরের ফুটপাথে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ এবং পথ শিশুদের শীত পোষাক বিতরণ করা হবে।