শীর্ষ সন্ত্রাসী কালা মানিক গ্রেফতার

0
106

মিরসরাইয়ের শীর্ষ সন্ত্রাসী মানিক মিয়া ওরফে কালা মানিককে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব (র‌্যাপিড একশ্যান ব্যাটেলিয়ন)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেষ্ট অফিস এলাকা থেকে আটক করে র‌্যাব-ফেনী ক্যাম্প। মানিক করেরহাট ইউনিয়নের বদ্ধভবানি গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত গেরামারা মানিকর‌্যাবের ফেনী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরেষ্ট অফিস এলাকা থেকে র‌্যাবের তালিকাভূক্ত সন্ত্রাসী অস্ত্র, ডাকাতি, অপহরণ, চোরাচালান ও মাদক সহ বহু মামলার আসামী মানিককে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা একটি নম্বর বিহীন মোটর সাইকেল, দুই ব্লেডের ফোল্ডেবল চাকু উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মানিকের বাড়ি থেকে এক রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ক্যামোফ্ল্যাজ প্রিন্টের একটি প্যান্ট, কাপড়ের এক জোড়া জুতা, একটি সেনা হেলমেট, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি দূরবীক্ষণ যন্ত্র ও দেশীয় তৈরি দুটি চাকু উদ্ধার করা হয়। তিনি আরো জানান, সে একটি সংঘবন্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। সে ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় চুরি, ডাকাতি, অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা করে আসছে। তার বসতবাড়ি ভারতীয় সীমান্ত এলাকায় হওয়ার কারনে উদ্ধারকৃত প্যান্ট, হেলমেট, জুতা ও দূরবীক্ষণ যন্ত্র দিয়ে চোরাচালান, মাদক পাচার সহ বিভিন্ন অপকর্মে ব্যবহার করে আসছিলো। তার নামে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী মানিকের বিরুদ্ধে অস্ত্র আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।