শুভ মধুপূর্ণিমা শুক্রবার

0
82

শুভ মধুপূর্ণিমাহাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ মধু পূর্ণিমা আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) । এ উপলক্ষে উপজেলার আওতাধীন ১২ টি বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রাতঃ প্রার্থনা,ভিক্ষু সংঘের প্রাতঃ রাস,জাতীয় ধর্মীয় ও সংগঠেনর পতাকা উত্তোলন,বুদ্ধপুজা,পঞ্চশীল ও উপসৎশীল গ্রহন,মধুপূর্ণিমা শীর্ষক আলোচনা অনুষ্ঠান, আলোকসজ্জা.বুদ্ধ কীর্তন , গিলানো প্রত্যয়পুজা,জীবজগতের শান্তিও দেশের সমৃদ্ধি কমনায় সমবেত প্রার্থনা। কর্মসূচী গ্রহনকারী বৌদ্ধ মন্দির গুলো হল,মধ্যম মাদার্শা শান্তি নিকেতন বিহার,বিশ্ব শান্তি প্যাগোডা,জোবরা সুগত বিহার,মিরেরখীল চন্দ্রপুর বেণূবন বিহার,রুদ্রপুর ধর্মরতœ বিহার,গুমানমর্দ্দন শান্তি বিহার,সার্বজনীন নালন্দা বিহার,ধর্মচক্রবিহার,বালুখালী জগৎ জ্যোতি বৌদ্ধ বিহার,মির্জাপুর শান্তিধাম বিহার,মির্জাপুর গৌতমাশ্রম বিহার,পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বিহার।তাছাড়া উপজেলার আওতাধীন বিভিন্ন সামাজিক ও সেবা ধর্মী প্রতিষ্ঠান গুলো মধু পূর্ণিমা উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করেছে।