শেষ বিদায়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ

0
85

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃচট্টগ্রামের রাউজানে করোনাভাইরাসে মৃত ব্যাক্তির দাফন-কাফনে শেষ বিদায় বেলায় সাথী হয়ে মানবতার আবারও দৃষ্টান্ত স্থাপন করলেন কদলপুর ইউনিয়ন শাখার গাউসিয়া কমিটি বাংলাদেশ।
দেশে করোনায় মৃত ব্যাক্তির শুরু থেকে এখনো সকল ধর্ম-বর্ণ-নির্বিশেষে কাজ করে যাচ্ছেন রাউজানের গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্যরা। এদিকে গত বুধবার উপজেলার ৮ নম্বর কদলপুর ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মো: নাছের সিকদার (৪৮) নামে একজন করোনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু তাঁর দাফন-কাফন ও এ্যম্বুলেন্স সেবাসহ খবর পেয়ে সার্বিক সহায়তায় পাশে যান গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়নের টিম। এসময় কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাউজান দাফন টিমের সমন্বয়ক রবিউল হোসাইন সুমনের নেতৃত্বে কদলপুর গাউসিয়া কমিটির দাফন টিমের মুহাম্মদ আব্দুস সাত্তার, আরেফিন চৌধুরী, তসলিম উদ্দিন, জয়নাল আবেদদীন ও কাজী কায়েস উদ্দিন দাফন কাফন সম্পন্ন করতে অংশগ্রহণ করেন। গাউসিয়া কমিটি বাংলাদেশর সদস্যরা এইভাবে প্রতিনিয়ত সারাদেশে মানববিক সেবায় দৃষ্টান্ত স্থাপন করছে।