শোক ভেঙ্গে দিল ‘সামাজিক দূরত্বে’র বিধি

0
347

শোক ভেঙ্গে দিল ‘সামাজিক দূরত্বে’র বিধি চট্টগ্রামের নাগরিক উদ্যোগের সমন্বয়কারী ও সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলম(৩৮) আর নেই। গতকাল বৃহস্পতিবার ভোররাত প্রায় ৪টার দিকে স্ট্রোকে তাঁর মৃত্যু হয় (ইন্না…রাজেউন)। জোহরের নামাজের পর চট্টগ্রাম শহরের ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড অফিসের সামনে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়। মা, স্ত্রী, এক শিশু পুত্র এবং এক স্কুল পড়ুয়া কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে রেখে মৃত্যুবরণ করেন সংগঠক খোরশেদ আলম। করোনাভাইরাস আতঙ্কে স্বাস্থ্যবিধি অনুসারে সামাজিক বিচ্ছিন্নতা সত্বেও তাঁর জানাজা ও দাফনে অসংখ্য মুসল্লিকে সমবেত হন। চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রামে’র সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি । যুদ্ধপরাধীদের বিচার আন্দোলন, সাংস্কৃতিক কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়, নাগরিক অধিকার ও মর্যাদার সংগ্রামসহ অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ তথা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের যাত্রাপথে গত অন্তত দুই দশক ধরে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন এই তরুণ সংগঠক। জাতীয় শোক দিবসে নাগরিক শোক যাত্রাসহ বিভিন্ন জাতীয় দিবস পালনে খোরশেদ আলম থাকতেন সক্রীয়। তাঁর মৃত্যুতে নাগরিক সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খোরশেদ আলমের জানাজা ও দাফনকালে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এইচ এম সোহেল, হাজী নুরুল হক, ইয়াছিন চৌধুরী আছু, সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কৃষন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রবীণ সাংবাদিক কবি প্রদীপ খাস্তগীর, মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আবুল বশর, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এমএ মান্নান, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, লেখক সংগঠক নিজামুল হক শরাফী, বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী,সাবেক ছাত্রনেতা জাবেদুল আলম সুমন, এম,এ,মন্নান শিমুল, তানভীর আহমেদ রিংকু, ইয়াসির আরাফাত, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি এডভোকেট নজরুল ইসলাম, এড,টিপুশীল জয়দেব, সাংস্কৃতিক সংগঠক নজরুল ইসলাম মুস্তাফিজ ,মোহাম্মদ সেলিম, ছাত্রনেতা বোখারী আজম, রাশেদুল আরেফিন জিসান, এনামুল হক, সাজু দাশ । জানাজা নামাজের শুরুতে চসিক মেয়র আজম নাছির উদ্দিনের পক্ষে গভীর শোক প্রকাশ করেন প্যানেল মেয়র । করোনা পরিস্থিতিতে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় চসিক মেয়র জানাজায় উপস্থিত হতে না পারায় তাঁর পক্ষের হয়ে দুঃখও প্রকাশ করেন প্যানেল মেয়র । এদিকে চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী ও সাংস্কৃতিক সংগঠক খোরশেদ আলমের মৃত্যুতে পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ডঃ অনুপম সেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাছির উদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডঃ একেএম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী ও সদস্য সচিব শেখ মুজিব আহমেদ, দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহি সম্পাদক ও নিউজ চট্টগ্রামের এডিটর-ইন-চিফ মির্জা ইমতিয়াজ শাওন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ সভাপতি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার ও সাবেক সাধারন সম্পাদক সুমন দেবনাথ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রাম’র সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোঃ হারুন, সাংবাদিক গবেষক জামাল উদ্দিন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম সভাপতি প্রকৌশলী রাজীব বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক অনুপ বিশ্বাস, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল,দেশশ্চিন্তা’র সম্পাদক ইমরান সোহেল প্রমুখ। উল্লেখ্য, দক্ষিণ বাকলিয়া থেকে জানাজা শেষে চৈতন্য গলি নেওয়ার পথে স্থানীয় শোকাচ্ছন্ন এলাকাবাসী সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে কান্না জড়িত কন্ঠে বহনকারী সাথে মরদেহবাহী গাড়ির পিছু পিছু ছুটে আসেন। সৃষ্টি হয় এক শোকাবহ পরিস্থিতির।