‘শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে’

0
96

মোস্তফা হাকিম ২নগরীর বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করেছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শনিবার বিকেলে শ্রমিকদের হাতে ইফতার তুলে দেওয়া হয়।

ইফতার বিতরণকালে বক্তারা বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই পোশাক শিল্প এগিয়ে যাচ্ছে। এ শিল্পের মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর বড় দেশগুলোর সাথে পরিচিত। দেশের জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখছে পোশাক শিল্প। যার নেপথ্যে রয়েছে শ্রমিকরা।

বক্তারা বলেন, মালিক শ্রমিক সু সম্পর্ক বজায় থাকলে এ শিল্পের মাধ্যমে দেশ একদিন বিশ্বের কাছে একটি মডেল হিসেবে পরিচিত হবে। রমজান মাস মালিক শ্রমিক পার্থক্য দুর করে। মালিক বেঁচে থাকলেই শ্রমিকরা বেঁচে থাকতে পারবে। সেজন্য সম্ভাবনাময় এ শিল্পের উন্নয়নে শ্রমিকদেরও সহযোগিতা একান্ত প্রয়োজন।

মোস্তফা হাকিম ফাউন্ডেশন সব সময় শ্রমজীবিদের উন্নয়নে কাজ করে উল্লেখ করে বক্তারা বলেন, হতদরিদ্র, শ্রমজীবীদের জীবনমান উন্নয়নে মোস্তফা হাকিম ফাউন্ডেশন সব সময় প্রস্তত।

এসময় অন্যান্যের মধ্যে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. সরোয়ার আলম, নির্বাহী পরিচালক (এইচআর এন্ড লিগ্যাল) আলী আহমদ, মোস্তফা হাকিম গ্রুপের ম্যানেজার মাসুদুল করিম, এশিয়া গ্রুপের জিএম মো. গিয়াস উদ্দিন, কায়ছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।