শ্রমিকরা হচ্ছেন দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি

0
63
চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়ন’র সভায় সিটি মেয়র আ. জ. ম.
নাছির উদ্দিন

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন রেজি: ২২৬০ এর উদ্যোগে আজ ২৪
মে শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে কাজীর দেউরীস্থ রাজমহলে এক আলোচনা
সভা, দোয়া মাহফিল ও ইফতার ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মালেকের
সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি
কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন
বাংলাদেশ রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম
সিরাজ, ইফতার উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী হাজী আবু ফয়েজ, উদযাপন
পরিষদের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আলী আব্বাছ, উপদেষ্টা মিলন
কান্তি শর্ম্মা, টিটু মহাজন, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.
হাবিব, বিশিষ্ট শ্রমিক নেতা সৌরভ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন বলেন, শ্রমিকরা হচ্ছেন
দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। তিনি চট্টগ্রামের আইন শৃংখলার
উন্নয়নসহ যানজট নিরসনে শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা
শান্তি শৃংখলা মেনে গাড়ি চালান আমরা সবাই আপনাদের সহযোগিতা করব। বর্তমান
সরকার শ্রমিকবান্ধব হওয়ায় আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। শ্রমিকদের বাদ
দিয়ে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। তাই সরকারের আন্তরিকতায় শ্রমজীবি
মানুষের ভাগ্য দিন দিন পরিবর্তন হচ্ছে। তিনি হালকা মোটরযান চালক ভাইদের
ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, আপনাদের ঐক্যবদ্ধ প্রয়াসে আপনাদের
দাবী-দাওয়া পূরণে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা দিতে সর্বদা প্রস্তুত
আছি। তিনি আরো বলেন, মাহে রমজান মহান আল্লাহর কাছে আত্মনিবেদনের মাস।
খোদার সন্তুষ্টি অর্জনের মাস। এ মাসে বেশি বেশি এবাদতের মাধ্যমে আল্লাহর
নৈকট্য অর্জন করার জন্য নিজেকে উজাড় করে দিতে হবে। রহমত, বরকত ও নাজাতের
মাস পবিত্র মাহে রমজান আতœশুদ্ধির মাস। এই মাসে দিনের বেলায় যতই কষ্ট হোক
আমরা রোজা পালন করি। সম্পূর্ণ একা থাকার পরও আমরা কোন কিছু গ্রহণ করি না।
আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে আমরা যদি এই শিক্ষা গ্রহণ করি তবে সমাজে
কোন বিশৃঙ্খলা থাকবে না। তিনি আরো বলেন, রোজা রাখার সাথে সাথে আমরা
গরিব-অসহায়দের সহায়তা করা, একে অপরকে ইফতার করানোসহ নানা ভালো কাজের
মাধ্যমে নিজেদের সুগুণাবলীর চর্চা করি। এর মাধ্যমে একজন ব্যক্তি ভালো ও
মানবিক কাজের হাতে কলমে শিক্ষা লাভ করেন। রমজানের শিক্ষাকে ব্যক্তি ও
সমাজ জীবনে অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, দেশে কোন আন্দোলন সংগ্রাম না থাকা
সত্ত্বে ডিউটির নামে ঢালাওভাবে মাইক্রোবাস, পিকআপ ও পরিবহণ রিক্যুইজিশন
হয়রাণী ও স্লিপ বাণিজ্যের নামে পুলিশী হয়রানি বন্ধ এবং সরকারি ডিউটি
পালনকালে রিক্যুইজিশনকৃত গাড়ির শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদান করতে
হবে। অনেক সময় পুলিশ ৪/৫ দিন ডিউটি শেষ করে গাড়ী ছেড়ে দেয়ার পরও কাগজ
পত্র নিয়ে ঘুরাঘুরি করার কারণে মালিক ও শ্রমিকেরা কষ্ট পায়, সেই দিকে
তাদের ভ্রক্ষেপ নেই। চলাচলের ক্ষেত্রে সকল প্রকার আইনি প্রতিবন্ধকতা
অবিলম্বে দূর করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সড়ক পরিবহণ শ্রমিক
ফেডারেশনের সভাপতি সিদ্দিকুল ইসলাম, শাহ আলম হাওলাদার, শাহ আলম ফিরুজী,
চট্টগ্রাম চেম্বার এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সভাপতি মো. সাহাব উদ্দিন,
ইয়াছিন মিয়াজী, কাজী মো. গোলাম মোস্তফা, শিমুল, আবু আহম্মদ, মো. তৌহিদ,
আপ্যায়ান সম্পাদক মো. কায়ছার, জাহাঙ্গীর, সুমন, ইউসুফ, সফি প্রমুখ।