শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমান শাহাদাৎ বার্ষিকী পালিত

0
56

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রনায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত ৫ জুন ২০১৫ইং বিকাল ৪ ঘটিকার সময বৈরাগ গ্রামের সিএফএল সড়ক সংলগ্ন কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আতাউল করিমের বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও আনোয়ারা উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল লতিফ ফারুকী, বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি এস.এম আজিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকী। বক্তব্য রাখেন আনোয়ারা থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ ইসমাইল, সহ-সভাপতি কাজী আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক দলের সদস্য মোঃ কামাল, চিটাগাং শপিং কমপ্লেক্স শ্রমিক দলের সভাপতি ফজলুল হক জাবেদ, সংগঠনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির, সাংগঠনিক সম্পাদক ফকির মোঃ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফেজ, মহিলা সহ-সম্পাদিকা মোছাম্মৎ আনোয়ারা বেগম। উপস্থিত ছিলেন মাওলানা আবদুর নুর, বৈরাগ ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর, সাংগঠনিক সম্পাদক আবদুর গফুর, রায়পুর ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, বটতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ, বারখাইন ইউনিয়ন সভাপতি মোহরম আলী, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, মইনুল ফকির, আবদুল মালেক, মোঃ ইব্রাহিম, গোলাম হোসন, নুর মোহাম্মদ সোহেল প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেত না। বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা চেতনা লালন পালন করেছিলেন। সকলকে ঐক্যবদ্ধভাবে এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে একাত্মতা প্রকাশের আহবান জানান।