শ্রীপুর গাউছিয়া কমিটি

0
58

বায়ালখালী গাউছিয়া কমিটি বাংলাদেশ ৮নং শ্রীপুর খরন্দ্বীপ, জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের কাউন্সিল গতকাল ১৭ মার্চ জুমাবার সকাল ৯টায় শ্রীপুর গাজী শেরে বাংলা (রহ) স্মৃতি সংসদ মিলনায়তনে গাউসিয়া কমিটি ৮নং ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ফোরকান কাদেরীর সভাপতিত্বে ও মুহাম্মদ মুজিবুর রহমান এবং মাওলানা আবু শাহেদ কাদেরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি উপজেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী সাহেব। প্রধান বক্তা ছিলেন আলহাজ মুহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ মমতাজুল ইসলাম সাহেব। বক্তব্য রাখেন আলহাজ্ব শেখ ইদ্রিছ বি. কম. আলহাজ মাওলানা মহিউদ্দীন আলকাদেনী, মাওলানা রোকন উদ্দীন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল গাফুর, হাফেজ জয়নাল আবেদী, আজিজুল হক সাওদাগর, শায়ের নুরুল আব্ছার কাদেরী, শায়ের আযাদ হোসেন মানিক শায়ের হাবিবুর রহমান, মিজানুর রহমান রয়হান, খরন্দ্বীপ হতে মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ মিজান জ্যৈষ্ঠপুরা হতে মাষ্টার বেলাল উদ্দীন, মুহাম্মদ আব্দুছ ছবুর, কামাল মিস্ত্রী, আবু বক্কর, মাওলানা খায়রুন আমিন, শায়ের আযাদ হোসেন কাদেরী, মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মুহাম্মদ মোরশেদ, রবিউল হোসেন, রুবেল প্রমুখ। পরিশেষে কাউন্সিলে মাওলানা আবু শাহেদ কাদেরী কে সভাপতি, মুহাম্মদ মুজিবুর রহমান কে সাধারন সম্পাদক, মুহাম্মদ আবুল হাশেমকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৩১ জন বিশিষ্ঠি একটি পরিপুর্ন কমিটির ঘোষনা করা হয়। বক্তারা বলেন বড়পীর আব্দুল কাদের জিলানী (রঃ) আদর্শ অনুসরণে দেশ ও জনগনের মুক্তি সহজ পথ যারা পীর-অলির আদর্শ অনুসরণ কারীরাই সঠিক পথের সন্ধান পাবে।