‘‘ষড়যন্ত্রকারীরা যতোই ষড়যন্ত্র করুক, নৌকার জয় হবে’

0
90

সেলিম উদ্দীন,কক্সবাজার।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেছেন, বিজয় দিবস ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকের কোন বিকল্প নেই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামী ৩০শে ডিসেম্বর আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আরেকটি বিজয়ের ইতিহাস রচনা করতে হবে।

’তিনি আরো বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ আজ দু’ভাগে বিভক্ত। একটি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিযুদ্ধ পক্ষ শক্তি ভোটের লড়াইয়ে অবতীর্ণ। অপরদিকে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, পাকিস্তানের তাঁবেদারি সর্বপোরি উন্নয়নের পথে বাধা সৃষ্টিতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এরই মাঝে অনেকের মুখোশ উন্মোচিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ষড়যন্ত্রকারীরা যতোই ষড়যন্ত্র করুক না কেন, দেশে আজ সত্তরের নির্বাচনের মত নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু নানা শ্রেণী পেশার মানুষ নৌকার পক্ষে মাঠে নেমেছে। অপর দিকে অপশক্তি নৌকার জোয়ারে ভেসে যাওয়ার আশঙ্কায় দিশেহারা একের পর এক মিথ্যাচার করছে। মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে ৩০শে ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে এ অপশক্তিকে সমুচিত জবাব দিতে হবে। সারা দেশের নৌকার গনজোয়ারে আপনার মুল্যবান ভোটটি নৌকায় দেয়ার আহ্বান জানান তিনি। গত শুক্রবার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, জেলা আওয়ামী লীগের সদস্য এস এম গিয়াস উদ্দিন, জিএম আবুল কাসেম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাংগীর আলম, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, শাহনেওয়াজ তালুকদার,
চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান,
চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, এড. নাছির উছির, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, নজরুল ইসলাম লিটন, ফরিদুল ইসলাম।
চকরিয়া পৌরসভা কুষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, আলহাজ নজরুল ইসলাম, আমির হোসেন আমু, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির,
উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রনেতা হেফাজ সিকদার,
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক সম্পাদক সাজিদ হোসেন শাকিব, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন মিঠু,
চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, মাতামুহুরী থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তানবিন ইসলাম সাইমুন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ প্রমুখ।