সংবাদপত্র সমাজের দর্পণ

0
64

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মাহবুবুল আলম চৌধুরী বলেন, ‘‘সংবাদপত্র সমাজের দর্পণ। সাংবাদিকরা গ্রামীণ জনপদের চালিকাশক্তি। সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজের একনিষ্ঠ ও বলিষ্ট ভূমিকা রয়েছে। সমাজের উন্নয়নে ব্যাপক অর্থে সাংবাদিকরা নিজেদের সর্বদা নিয়োজিত রাখবেন বলে আমি আশাবাদী’’। তিনি ১৬ এপ্রিল রবিবার অপরাহ্নে হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। হাটহাজারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস.এম জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা মাহবুবুল আলম চৌধুরী। ঐ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাটহাজারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বাবলু দাশ, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি ন.ম. জিয়াউল হক, বাংলাদেশ সময় প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল নাথ প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে হাটহাজারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক এস.এম.জামাল উদ্দিন বলেন, গ্রামীণ সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকরা গঠনমূলক ভূমিকা পালন করতে পারেন। তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে প্রশাসনের সু-সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। আইন শৃঙ্খলার উন্নয়নে এবং সমাজ পরিবর্তনে সাংবাদিকরা সহযোগী শক্তি হিসেবে কাজ করতে পারেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান স্থানীয় গ্রামীণ সাংবাদিক শ্যামল নাথকে তাঁর ৫০ তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।