সংরক্ষিত বনের জায়গা দখল করে অবৈধ বসতি

0
69

গিয়াস উদ্দিন, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বন কানন এলাকায় প্রভাবশালীদের বিরুদ্ধে বন বিভাগের সংরক্ষিত জায়গা দখল করে বসতি স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সরেজমিনে ওই এলাকায় গিয়ে বন বিভাগের জায়গা দখলের অভিযোগের বিষয়টির সত্যতা পাওয়া গেছে।

টইটং বন বিট কর্মকর্তা মো. মিজানুর রহমান জানিয়েছেন, প্রভাব বিস্তার করে টইটং ইউনিনের জালিয়ারচাং গ্রামের এজাহারুল হকের পুত্র প্রভাবশালী মোস্তাক আহমদ গত কিচু দিন পূর্বে বন কানন বাজারের পাশেই বনের জায়গা দখল করে বসতি নির্মান করেছে। তিনি জানান, বসতি তৈরীর খবর পেয়ে আমার প্রথমে বাধা দিই। কিন্তু তার কোন তোয়াক্কা না করেই ওই প্রভাবশালী রাতারাতি বনের জায়গায় স্থাপনা নির্মান করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই ওই বসতি উচ্ছেদসহ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের ব্যাপারে জানতে মোস্তাক আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি জায়গাটি ২০ বছর পূর্বে স্থানীয় এক লোকের সাথে স্টাম্পমূলে ক্রয় করেছেন। বনের জায়গা দখল করে কেন বসতি নির্মান করেছেন জানতে চাইলে তিনি কোন ধরনের কথা বলতে রাজি হননি।