সংলাপের প্রশ্নই আসে না-নাসিম

0
94

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দুনিয়ার কোথাও বলা নেই নির্বাচনের আগে সংলাপ করতে হবে। তাই সংলাপের প্রশ্নই আসে না। নির্বাচন সংবিধান অনুযায়িই হবে।
নাসিমরোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সমকালীন রাজনীতি: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মেয়াদ পূরণের আগে নির্বাচিত সরকারকে হঠানো যাবে না। ১৯৯০ সালের পর আজ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচিত সরকারকে কেউ সরাতে পারেনি। তাই আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আন্দোলন চাইলেই করা যায় না। সেজন্য কারণ দরকার হয়। আর সেই কারণ এখন বাংলাদেশে নেই। বাংলাদেশের মানুষ এখন ভালো আছে। তাই জনগণের সমর্থনে আন্দোলন করার সার্মথ্য বিএনপির নেই বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সংবিধানের কোথাও বলা নেই নির্বাচনে কত ভাগ ভোট পেয়ে সরকারকে নির্বাচিত হতে হবে। জনগণ নিবিঘ্নে ভোট দিতে পারলেই নির্বাচন হবে। কোনো দল আসলো, না আসলো সেটা বড় কথা নয়। কারণ সংবিধানে এমন কোনো কথা নেই যে, নির্দিষ্ট একটি দল নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষকলীগ নেতা শেখ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এ টি এম শামসুজ্জামান প্রমুখ।