সংলাপ: এরশাদের নেতৃত্বে প্রতিনিধিদল গণভবনে

0
104

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৩৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ সোমবার সন্ধ্যায় ৭ টার দিকে সংলাপ শুরু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এরশাদের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা গণভবনে প্রবেশ করেন। সংলাপ শেষে রাতে জাপার চেয়ারম্যানের বনানী অফিসে সংলাপ বিষয়ে ব্রিফ করবেন দলের শীর্ষ নেতারা।

একাদশ সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের ডাকে সাড়া দেওয়ার পর অন্য রাজনৈতিক দলগুলোকেও আলোচনায় ডাকেন প্রধানমন্ত্রী।

তার ধারাবাহিকতায় আজ প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে এই সংলাপ হচ্ছে। সংলাপ শেষে আজ রাতে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।

জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ ইতোমধ্যেই বলেছেন, ‘সংলাপে প্রধানমন্ত্রীর কাছে জাপা আসন চাইবে। আগামী নির্বাচনে জাপাকে কতটি আসন দেওয়া হবে সে বিষয় জানতে চাওয়া হবে। এরপর খাওয়া-দাওয়া করে চলে আসব।’