সংসদ অধিবেশন শুরু, চলবে ৫ মার্চ পর্যন্ত

0
83

jatiya sangsad_জাতীয় সংসদ অধিবেশন
দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। নির্ধারিত সময় বিকেল সোয়া ৪টায় এ অধিবেশন শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মার্চ পর্যন্ত এ অধিবেশন চলবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যরা ৪৫ ঘণ্টা আলোচনার সুযোগ পাবেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনে সভাপতিত্ব করছেন। নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি উপস্থিত থেকে ভাষণ দেবেন। ৪টা ৩১ মিনিটে রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করেন। স্পিকার উঠে গিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। তারপরই জাতীয় সঙ্গীতের সুর বেজে ওঠে।

দিনের কার্যসূচি অনুযায়ী অধিবেশনের শুরুতেই স্পিকার এ অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এরপর সংসদে শোক প্রস্তাব উপস্থাপন করবেন তিনি। সবশেষে রাষ্ট্রপতি তার বক্তব্য জাতীয় সংসদে তুলে ধরবেন।

এরপর এ অধিবেশনের প্রথম দিনের বৈঠক মুলতবি ঘোষণার কথা রয়েছে।

এ অধিবেশনের জন্য মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মোল্লা, মাহমুদুস সামাদ চৌধুরী, ফখরুল ইমাম ও বেগম পিনু খান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্য থেকে নামের তালিকা অনুযায়ী প্রথমে যিনি থাকবেন তিনি স্পিকারের দায়িত্ব পালন করবেন।

বছরের প্রথম এ অধিবেশনে সরকারি দলের প্রায় সব সংসদ সদস্য উপস্থিত হয়েছেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিমসহ অধিকাংশ নেতাকেই তাদের আসনে দেখা যাচ্ছে। তবে জেলে থাকায় এ অধিবেশনেও উপস্থিত হতে পারেননি আব্দুল লতিফ সিদ্দিকী।

বিরোধীদলের কাতারে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের পাশে জাপা চেয়ারম্যান এরশাদসহ দলের নেতারা উপস্থিত আছেন।

উল্লেখ্য, প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে অধিবেশন শুরু হবে।