সংসার-অভিনয় সমানতালে

0
78

গত নারী দিবসের একটি টেলিছবি ও একটি নাটকে অভিনয় করতে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানকে। এর মধ্যে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘একলা আকাশ’ নামক একটি টেলিছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে শামিমা শাম্মী রচিত ও পরিচালিত ‘গোলাপ ও গ্ল্যাডিওলাস’ নামক একটি নাটকেও কাজ করেছেন তিনি। দুটি কাজের মধ্যেই দর্শক মহলে দারুণভাবে প্রশংসিত হয়েছেন রিচি। যদিও তিনি নিজেই নারী দিবসে বিশ্বাসী নন। কারণ, নারী বিষয়টি দিবসের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। সবাই মানুষ। সব দিনই সবার জন্য। এমন নীতিতে বিশ্বাসী রিচি সোলায়মান বর্তমানে স্বামী-সংসার-সন্তান নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। আর সময়-সুযোগ পেলে এবং মনের মতো স্ক্রিপ্ট হলেই কেবল অভিনয় করছেন। সংসার ও অভিনয়ে ব্যস্ততার এ সুসময়টি বেশ উপভোগ করছেন রিচি। বর্তমানে রিচিপুত্র রায়ান তিন বছরে পা দিয়েছে। চলতি বছর থেকেই স্কলাস্টিকা স্কুলে ভর্তি হবে রায়ান। রিচি নিজেও একই স্কুলের শিক্ষার্থী ছিলেন। স্কুলে যাওয়ার প্রাক্কালে তাই বর্তমানে ছেলের প্রতি বাড়তি যত্ন নিতে হচ্ছে রিচিকে। প্রথমে পরিবার তারপরই রিচি মনোযোগ দিচ্ছেন অভিনয়ের দিকে। দুটোর সমন্বয় কিভাবে করেন? এমন প্রশ্নের উত্তরে রিচি সোলায়মান বলেন, আমি একজন ব্যালান্সড মানুষ। সবাইকে সর্বোচ্চ সুখে রাখার চেষ্টা আমার সব সময় থাকে। তাই পরিবারকে পর্যাপ্ত সময় দেয়ার চেষ্টা করি। তার পরও অভিনয় যখন করি তখন পারিবারিক সাপোর্ট পুরোপুরি পাই। কারণ, অভিনয় করতে গেলে পরিবারকে সময় তেমন একটা দিতে পারি না। এ কারণেই বেছে বেছে শুধু ভাল কাজগুলো করার চেষ্টা করছি। অন্যদিকে পরিবারও আমার কাজের জন্য অনেক ত্যাগ স্বীকার করে। বিশেষ করে মায়ের সহযোগিতা না পেলে আমি কখনও টিভিতে কাজ করতে পারতাম না। তিনি সব সামলে নেন। তার জন্যই মূলত সংসারের পাশাপাশি অভিনয়টা মাঝেমধ্যে করে যাচ্ছি। সংসারের সুখ ও ভালবাসার জায়গা অভিনয়- এ কারণেই সমানতালে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।