সংস্কৃতি কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনের দরজা খুলে দেয়: সিটি মেয়র

0
124

আজ থেকে বনাঢ্য আয়োজনের মাধ্যমে ৩ দিন ব্যাপী অদিতি সঙ্গীত নিকেতনের ১৮ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে।

আজ শুক্রবার রাতে উত্তর কাট্টলীস্থ কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বসন্ত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এই উৎসব আগামী রবিবার পর্যন্ত চলবে। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তরুন তপন দত্ত, হাবিবুর রহমান, মো: ফারুক চৌধুরী, এম এ সালাম, এম এ নাছের আহমেদ, আহবায়ক শহীদুল ইসলাম দুলদুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব কমিটির সদস্য সচিব জুয়েল শীল এবং অদিতি’র প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়।

প্রধান অতিথির বক্তব্য সিটি মেয়র অদিতি সঙ্গীত নিকেতন পরিবারকে অভিনন্দন জানিয়ে বলেন সঙ্গীতের মাধ্যমে সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। তিনি বলেন শিক্ষার্থীদের মধ্যে বর্তমানে যে অশুভ শক্তি বিরাজ করছে তাকে প্রতিহত করতে হলে সাংস্কৃতিক কার্যক্রম এবং খেলাধুলার মধ্যে নিয়োজিত রাখতে হবে। এ দুইটির মধ্যে শিক্ষার্থীরা নিয়োজিত থাকলে তারা বিপদগামী হবে না। তাই একটি সন্তানের সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন সুস্থ বিনোদন, এই সুস্থ বিনোদন আমাদের বন্ধনকে আরো সুদূঢ় করবে বলে তিনি প্রত্যাশা করেন। শিক্ষার্থীদের শারীরিক,মানসিক ও আত্মিক সুস্থতার কথা উল্লেখ মেয়র বলেন সংস্কৃতি চর্চা, ক্রীড়া ও জ্ঞানর্চ্চা পরষ্পর অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতি কর্মকান্ড শিক্ষার্থীদের মনের দরজা খুলে দেয়। সামাজিক দায়িত্ববোধ ও সাংস্কৃতিক মুল্যবোধ সম্পর্কে সচেতন করে তুলে । তাই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে প্রত্যেক শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত রাখার জন্য অভিভাবক মহলের প্রতি আহবান জানান মেয়র। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশন করেন।