‘সকল ধর্মের মানুষের সহবস্থান রাউজান উপজেলাকে সম্বৃদ্বশালী করেছে’

0
87

শফিউল আলম, রাউজান : শ্রীকৃষ্ণের জম্মতিথি উপলক্ষে রাউজান উপজেলা জম্মষ্টমি পরিষদের উদ্যোগে রাউজানে হাজার হাজার সনাতন ধর্মীয় নারী, পুরুষ. তরুন, তরুনী. কিশের কিশোরী রাউজান উপজেলা সদরে বিশাল শোভা যাত্রা বের করে । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিরি সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে বিশাল শোভাযাত্রা রাউজান উপজেলা সদর প্রদিক্ষন করে রাউজান রাস বিহারী ধাম মন্দিরে গিয়ে শেষ হয় । শ্রীকৃষ্ণের জম্মতিথি উপলক্ষে রাউজান উপজেলা জম্মষ্টমি পরিষদের উদ্যোগে ২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টার সময়ে রাউজান উপজেলা পরিষদ মাঠে রাউজান উপজেলা জম্মষ্টমি পরিষদের সভাপতি চন্দন কুমার দাশের সভাপতিত্বে সাধারন সম্পাদক তপন দে”র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । সভায় প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেন রাউজানে সকল ধর্মের মানুষের সহবস্থানের কারনে রাউজান উপজেলা একটি সম্বৃদ্বশালী উপজেলা হিসাবে দেশে পরিচিতি লাভ করেছে । অতিতে রাউজানে সন্ত্রাসীদের কাছে জিম্মি ছিল রাউজানের সাধারণ মানুষ । সন্ত্রাসীরা সনাতন ধর্মীয় অনুসারীদের উপর নির্যাতন নিপিড়ন চালিয়েছে । সন্ত্রাসীরা সনাতন ধর্মীয় অনুসারীদের বাড়ী ঘর ও মন্দিরে হামলা করে বাড়ী ঘর পুড়িয়ে দিয়েছে । বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাউজান থেকে সন্ত্রাস মুক্ত করা হয়েছে । রাউজানে সকল র্ধমের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে । আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় অধিষ্টিত করতে না পারলে রাউজানে আবারো স্বাধীনতা বিরোধীদের লালিত সন্ত্রাসীরা রাউজানে সন্ত্রাসী কর্মকান্ড করবে । আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে সন্ত্রাসমুক্ত রাউজান ও রাউজানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সভায় উপস্থিত সনাতন ধর্মীয় অনুসারী লোকজনকে আহবান জানান রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। সভায় আরো বক্তব্য রাখেন রাউজান রাস বিহারী ধাম পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট সমীর দাশ গুপ্ত, রাউজান উপজেলা পুজঁ উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সহ সভাপতি সুজিত দত্ত, দক্ষিন রাউজান পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, সাধারন সম্পাদক ম্যালকম চক্রবর্তী, সাবেক মেম্বার অলক দাশ গুপ্ত, রুবেল বৈদ্য, কমল চক্রবর্তী, রবিন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টচার্য প্রমুখ । আলোচনা সভায় অর্শিবাদক হিসাবে উপস্থিত ছিলেন সজলানন্দ ব্রম্বচারী।আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জম্মতিথি উপলক্ষে রাউজান উপজেলা জম্মষ্টমি পরিষদের উদ্যোগে রাউজানে হাজার হাজার সনাতন ধর্মীয় নারী, পুরুষ. তরুন, তরুনী. কিশের কিশোরী রাউজান উপজেলা সদরে বিশাল শোভা যাত্রা বের করে । রেলপথ মন্ত্রনালয় সর্ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিরি সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে বিশাল শোভাযাত্রা রাউজান উপজেলা সদর প্রদিক্ষন করে রাউজান রাস বিহারী ধাম মন্দিরে গিয়ে শেষ হয় ।