সকল ধর্মের লোকজন স্বাধীনভাবে উৎসব পালন করবেন

0
70

রাউজান১শফিউল আলম,রাউজান প্রতিনিধিঃ রাউজানে সকল ধর্মের লোকজন স্বাধীনভাবে স্ব স্ব ধর্মীয় উৎসব পালন করবেন রাউজান উপজেলায় এক সময়ে সন্ত্রাস হানাহানি ধর্মীয় উৎসব পালন করার সময় সনাতনী ধর্মীয় অনুসারীদের সন্ত্রাসীদের হামলার শিকার হতে হতো ।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে রাউজানকে সন্ত্রাস মুক্ত করে সাধারণ মানুষের নিরাপদে বসবাস করার উপযোগী করে তোলা হয়েছে । মুসলিম, হিন্দু, বৌদ্ব সম্প্রদায়ের লোকজন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ধর্মীয় উৎসব পালন করে আসছে । সনাতন ধর্মীয় অনুসারীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আনন্দ উৎসাবের মদ্য দিয়ে পালন করবেন । রাউজান এখন শান্তির জনপদ হিসাবে খ্যাতি লাভ করেছে । মান্তির জনপদে হিন্দু, মুসলিম, বৌদ্ব সম্প্রদায়ের লোকজন তাদের স্ব স্ব ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করবেন ।
সনাতনী সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব পালন কালে আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি রাউজানে আওয়ামী লীগ যুব লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা সহায়তা প্রদান করবেন ।১০ অক্টেবর শনিবার বিকাল ২ টার সময় রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত পুজাঁ উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী একথা বলেন। রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম পালিত টিকলুর পরিচালনায় রাউজান সুলতানপুর জানালী হাট নন্দন পার্ক কমিনিউটি সেন্টারে অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি (২) এর জেনারেল ম্যানেজার আবু বক্কর, রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ, রাউজান উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, সাধন মুহুরী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, আওয়ামীূ লীগ নেতা রবিন্দ্র লাল চৌধুরী, স্বপন দাশ গুপ্ত, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আলমগীর আলী, নজরুল ইসলাম চৌধুরী জমির উদ্দিন পারভেজ, সামিমূল ইসলাম চৌধুরী সামু, জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা হাসান চৌধুরী, রাউজান পুজাঁ উদযাপন পরিষদের নেতা ডাঃ মুকুল রায় জম্মষ্টমী পরিষদ রাউজান উপজেলা শাখার সভাপতি ডাঃ নিহারেন্দু বিকাশ দত্ত, উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের নেতা শিক্ষক দুল্লা কান্তি শীল, শুভল দাশ গুপ্ত, কনকন চৌধুরী,তাপস দে, মিটু চৌধুরী, পল্টন দেব, মিটু চৌধুরী, দিলিপ কুমার নাথ, এঢভোকেট অসীম কর্মকার, ডাঃ মানব বিশ্বাস, জিকুরাম দত্ত, সুভাষ দাশ গুপ্ত, সুমন দাশ, অশোক পালিত, অঞ্জন চৌধুরী, দিপলু দে রুবেল দাশগুপ্ত, সাধন তালুকদার, লিপটন দেবনাথ, প্রমুখ । অনুষ্টানে রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী রাউজান উপজেলা পুজাঁ উদপন পরিষদকে একলাখ টাকা দক্ষিন রাউজান পুজাঁ উদযাপন পরিষদকে একলাখ টাকা প্রদান করেন । অনুষ্টানে দরিদ্র মহিলাদের মধ্যে শাড়ী বিতরন করা হয় ।