সকল মানুষের ইচ্ছায় হোক স্বেচ্ছায় রক্তদান

0
109

%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95লাইটার বাংলাদেশের ফ্রি ব্ল্যাড গ্র“প নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবকমূলক সংগঠন লাইটার বাংলাদেশ ও সিটিজি ব্ল্যাড ব্যাংকের উদ্যোগে গত ১৪ অক্টোবর দিন ব্যাপী নগরীর দক্ষিণ হালিশহর নেভী হাসপাতাল রোডে ফ্রি ব্ল্যাড গ্র“প নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল কলেজের প্রায় ৩ শতাধিক ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন। লাইটার বাংলাদেশের পরিচালক রেদোয়ান আহমেদ উর্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসলে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, সংগঠনের উপদেষ্টা সাখাওয়াত হোসেন, আলাউদ্দিন ফারুক, সাহাবুদ্দীন মেম্বার, মোঃ সালাহ উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন বেলাল, কর্মসুচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা সৌমিক, সহ-সভাপতি আবু নাঈম, ফয়সাল আহমেদ, মোঃ সিদ্দিস, সৌমিক বড়–য়া, শুভ, তুষার, সাগর প্রমুখ। বিকেলের কর্মসূচিতে ডেন্টাল বিশেষজ্ঞ ডা. শামীম আরাফাত ফ্রি ডেন্টাল চিকিৎসা করেন সাধারণ মানুষের মাঝে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লাইটার বাংলাদেশের স্বেচ্ছাসেবী তরুণ তরুণীরা ফ্রি রক্তদান কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, রক্তদান তুচ্ছ কোন বিষয় নয়। বাঁচাতে পারে একটি প্রাণ। তাই রক্ত দিন জীবন বাঁচান। তিনি ব্যস্ততম ইপিজেড এলাকায় সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য একটি ব্ল্যাড ব্যাংক স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পুরো অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ছিলেন এপারেল এসোসিয়েট কোম্পানী লিঃ।