সকাল ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
108

hasina-pmচট্টগ্রামে দুটি টহল বিমান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দুটি টহল বিমান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার চট্টগ্রাম নেভাল একাডেমীতে বিমান দুটি উদ্বোধন করেন তিনি।

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম জানান, বিকেলে ফটিকছড়ির পাইন্দং সিঅ্যান্ডবি মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন শেখ হাসিনা। একইসঙ্গে জনসভাস্থল থেকে চট্টগ্রামের ১০টি বড় ধরনের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন তিনি।

যেসব প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থল থেকে ডিজিটাল পদ্ধতিতে চট্টগ্রামের ৮টি প্রকল্পের উদ্বোধন ও এর দুটির ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। এগুলো হলো- ট্রমা সেন্টার লোহাগাড়া, ৫০ শয্যায় উন্নীত উপজেলা হাসপাতাল চন্দনাইশ, ৫০ শয্যায় উন্নীত উপজেলা হাসপাতাল সাতকানিয়া, হালিশহরে ৮৪ হাজার টন ধারণ ক্ষমতাসম্পন্ন খাদ্য গুদাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমিক ভবন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল ভবন, বায়েজীদ বোস্তামী রোড থেকে ঢাকা ট্রাঙ্ক রোড ফৌজদারহাট পর্যন্ত সংযোগ সড়ক, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ও চউকের সিডিএ স্কয়ার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি