‘সঠিকভাবে যাকাত দিলে দেশে দ্রুত দারিদ্র বিমোচন সম্ভব’

0
81

নাহার এগ্রো

রমজান মাস ত্যাগ ও আত্মসংযমের মাস। যারা প্রকৃত ঈমানদার তারা কখনো অতি মুনাফার উদ্দেশ্যে ব্যবসা করবেন না। বরং অর্জিত সম্পদ হতে রোজাদারদের মাঝে বিলিয়ে দেওয়াই হলো রমজানের আসল শিক্ষা। মাহফিলে বক্তারা বলেন, যাকাত ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে দেশে দ্রুত দারিদ্র বিমোচন হওয়া সম্ভব। অদ্য বিকাল ৫টায় চট্টগ্রাম ক্ল্যাবে নাহার এগ্রো গ্রুপ আয়োজিত বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত ও সমাপনি বক্তব্য রাখেন নাহার এগ্রো গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রাকিবুর রহমান টুটুল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জি ও সি মেজর জাহাঙ্গীর কবির তালুকদার চিটাগাং চেম্বার এন্ড কমার্স ইন্ডাষ্টি চেয়ারম্যান মাহাবুবুল আলম, ইষ্টান ব্যাংক লিঃ ডাইক্টের সালমান ইস্পানি, পঞ্চবটি টি ইস্টাটের ডাইরেক্টর আল হাজ নাসির উদ্দীন বাহাদুর, বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাবস্থাপক ঠাকুর দাস কুন্ড, নাহার এগ্রো গ্রুপের কো- চেয়ারম্যান প্রফেসর ড. শামসুদ্দোহা, এক্সিকিউটিভ ডাইরেক্টর অবসর প্রাপ্ত লেঃ কর্নেল তৌফিকুল ইসলাম, এডমিন অফিসার মোঃ ওয়াহিদুর রহমান, মিঠাই’র ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন সৈাকত, মোসার্স জমির আলী কনটাক্টর এর ব্যবস্থপনা পরিচালক মোঃ মহমুদুর রহামান মাহমুদ সহ চট্টগ্রামস্থ পেনি সমিতির সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রুপ ব্যবসা প্রতিষ্ঠানের উর্দ্দতন কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।