‘সন্তানের সফলতায় মায়ের ভূমিকাই প্রধান’

0
79

মা সমাবেশ ২চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার বলেছেন, সন্তানদের সুনাগরিক তথা আর্দশ মানুষ রুপে গড়ে তোলার ক্ষেত্রে প্রধান ভ’মিকা রাখেন মা। একজন শিক্ষিত মা একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ জীবণ গঠনে মহান দায়িত্ব পালন করেন। সমাজ বির্নিমাণে মায়েদের অবদান অনস্বীকার্য। নারী পুরুষের সমতা ভিত্তিক সমাজ নির্মাণে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বেশ কিছু কর্মসূচী বাস্তবায়ন করছে। নারীর অগ্রযাত্রা দেশের সামাজিক উন্নয়নের সূচককে ত্বরাণি¦ত করেছে। তিনি শনিবার (২৭ আগষ্ট) সকালে হাটহাজারী উপজেলাধীন ড. শহীদুল্লাহ একাডেমিতে আয়োজিত মা সমাবেশে একথা বলেন।
হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: নুরুল আবছার চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিস। এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম রেজা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নিয়াজ র্মোশেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন। সিনিয়র শিক্ষক কাকলী ঘোষ ও খুরশিদা আকতার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য আলাউদ্দিন তালুকদার,বিএম মনজুর এলাহী খোকন,সাইদুল হক,মো: জসিম উদ্দিন,আ,লীগ নেতা জাহাঙ্গীর আলম জনি,শিক্ষার্থীদেও পক্ষে বক্তব্য রাখেন তাহিয়া পারসুভ,
সভায় প্রধান অতিথি আরো বলেন, সন্তানকে সঠিক ভাবে বেড়ে উঠায় মায়ের সহযোগীতা অপরিসীম। মূখ্য আলোচক উপজেলা নির্বাহী অফিসার বলেন, শৃঙ্খল মুক্তির ইতিহাস বাংলা নারীদের একদিনের নয়। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সমাজে বিভিন্ন জায়গায় কাজ করছেন নারীরা । কখনো আবার যোগ্যতার বলে পুরুষের নেতৃত্ব দিচ্ছেন নারীরা। দীর্ঘ পথ চলায় নারী পেয়েছে সঠিক সত্যের আলোকধারা। সন্তানের সফলতায় মায়ের পাশাপাশি বাবাদেরও সহযোগীতা প্রয়োজন। উভয়ে তাদের দীর্ঘ বক্তৃতায় নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন উপস্থিতিদের ব্যক্ত করেন। যার মাধ্যমে উপস্থিত মায়েরা নিজের সন্তানদের প্রতিষ্ঠিত হওয়ার অনুপ্রাণিত হন। মা সমাবেশে বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন।