সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে আন্দোলন গড়ে তুলতে হবে

0
52

৪১নং ওয়ার্ডে সুধি সমাবেশে মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পারিবারিক ও সামাজিক নিরাপত্তার স্বার্থে পাড়ায় মহল্লায় মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।এ লক্ষে রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সকলের সমন্বয়ে মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে সকলকে অবদান রাখতে হবে। মেয়র বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এবং পারিবারিক শান্তি ও স্বস্থি ফিরিয়ে আনতে মাদকসেবিদের নিরাময়ে সহায়তা দেবে। কারণ মাদকসেবিদের দ্বারা পরিবার,সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক শান্তি ও নিরাপত্তার পথে সামাজিক হুমকি। এ থেকে যুবকদের রক্ষার জন্য পরিবারের পিতা-মাতাকে সন্তানের প্রতি সুদৃষ্টি দিতে হবে। তাদের গতিবিধি ও আচার-আচরণ সার্বক্ষণিক নজরে রাখতে হবে। তাহলেই নতুন প্রজন্মের কিশোর-যুবকেরা অপরাধে জড়াবার সুযোগ পাবে না। মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামকে অপরাধমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে তার সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদক বিরোধী কার্যক্রমের সাথে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। ১১ মার্চ রবিবার, বিকেলে নগরীর ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়াডের্র নিজাম মার্কেটস্থ নুরুল আলম টেন্ডলের বাড়ী প্রাঙ্গনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন। স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহম্মদ চৌধুরী এর সভাপতিত্বে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও আইন শৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এইচ এম সোহেল, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জয়নাল আবদীন, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন,স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) মিসেস জাহানারা ফেরদৌস, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার, ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল আলম টেন্ডল, বর্তমান সাধারন সম্পাদক নুরুল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেনী পেশার প্রতিনিধিরা তাদের মতামত উপস্থাপন করেন।