১০ টি গাড়িও ভেঙ্গে চুরমার, ৩ টি ট্রাকে আগুন

0
74
ফাইল ছবি

চট্টগ্রামে শনিবার সন্ধ্যার পর হঠাৎ করেই ৩ টি ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এছাড়া ১০ টি গাড়িও ভেঙ্গে চুরমার করেছে তারা। নগরীর চাঁন্দগাও-কুয়াইশ এলাকায় ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় এককদল যুবক সেখানে রাস্তায় ব্যারিকেড দিয়ে গণহারে গাড়ি ভঙচুর করে। এই সময় পুলিশ আসার আগেই দ্রুত ৩টি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। জানতে চাইলে পুলিশের সহকারি কমিশনার দীপক জ্যোতি বলেন, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে অবরোধকারীরা পালিয়ে গেছে। এদিকে এক বিবৃতিতে হরতাল অবরোধে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপির নেতারা। তারা জানান, এই ‘অবৈধ’ সরকারের এখন প্রথম এজেন্ডা হচ্ছে বিরোধী দল নিñিন্ন করা। বিরোধী দল শূণ্য দেশ এবং একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। তাই প্রতিনিয়ত বিএনপি ও ২০ দলের নেতা কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে গণ গ্রেপ্তার করে জেল-হাজতে নিক্ষেপ করছে। দমন-পীড়ন করে রাষ্ট্র যন্ত্রের উপর ভর করে ক্ষমতায় টিকে থাকতে চায় এই অবৈধ সরকার। ১৬কোটি মানুষের নেত্রী এবং তিন তিন বারের প্রধান মন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে কোন ধরণের ষড়যন্ত্র এই দেশের মানুষ সহ্য করবে না। বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডাকে অবরোধ কর্মসূচী সফল করার জন্য দলের সর্বস্তরের নেতা কর্মীদের মাঠে থাকার আহবান জানানো হয়।