সবচেয়ে পাতলা স্মার্টফোন হুয়াওয়েই

0
128

Huawei-Ascend-P6বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন এবার বানানোর দাবি করল চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েই। সংবাদ সংস্থা বিবিসির খবরে প্রকাশ, চীনা টেলিকম পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েই সম্প্রতি ‘অ্যাসেন্ড পি-৬’ নামে একটি স্মার্টফোন নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি এই স্মার্টফোনকে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে দাবি করেছে।
অ্যান্ড্রয়েডনির্ভর অ্যাসেন্ড পি-৬ স্মার্টফোনটি মাত্র ৬.১৮ মিলিমিটার পুরু। এতে রয়েছে ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা, ৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা এবং ৪.৭ ইঞ্চি টাচস্ক্রিন। এতে আরও থাকছে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২.২ সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম।
ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটি অ্যাপল ও স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আনা হয়েছে।
স্মার্টফোনটির দাম পড়বে প্রায় ৬০০ মার্কিন ডলার। আগামী মাসে বিশ্বের ১৯টি দেশে এটি পাওয়া যাবে। এরপর বাংলাদেশসহ আরও শতাধিক দেশের বাজারে আসবে স্মার্টফোনটি।