সবার উপরে দেশ, দেশের স্বার্থে কাজ করতে হবে- ব্রি. জেনারেল সাঈদ সিদ্দিকী

0
123

ব্রি. জেনারেল সাঈদ সিদ্দিকীবান্দরবান সদর উপজেলার কদুখোলা ভাগ্যরকুল নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী পিএসসি। বিদ্যালয়ের প্রতিষ্ঠতা সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এরফানুল বারি খাঁন পিএসসি, ৬৯ ব্রিগেডের জিএস-২ মেজর মাহবুব মোরশেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ইউপি সদস্য মোঃ রফিকুল আলম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ইলং মুরং, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরনজয় দাশ। সভায় প্রধান অতিথি বলেন, সবার উপরে দেশ, এই বিষয়টি মাথায় রেখে দেশের স্বার্থে আমাদের কাজ করতে হবে। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলেন, আজকে এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এশিশুদের দিকে দেশ ও জাতি তাকিয়ে আছে। আগামী দিনের দেশ পরিচালনা ও গড়ার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। আমরা আজ যে অবস্থানে থেকে দেশ ও জাতির সেবা করে যাচ্ছি, আগামী দিনে তোমাদেরকেও এঅবস্থানে এসে কাজ করতে হবে। তাই পড়া লেখার কোন বিকল্প নেই। যে জাতি যতশিতি সে জাতি তত উন্নত। তিনি ছাত্রছাত্রীদের ভালভাবে লেখা পড়ার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। পরে প্রধান অথিথি ও বিশেষ অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।