সমকামী বিয়ের দাবিতে এবার আন্দোলন অস্ট্রেলিয়ায়

0
86

যুক্তরাষ্ট্রে সমকামি বিয়ে বৈধতা পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ায় একই দাবিতে আন্দোলন শুরু হয়েছে। আর এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পার্লামেন্টে একটি বিল আনার প্রস্তুতি নিচ্ছেন। শনিবার সিডনিতে চার হাজারের বেশি সমকামী জড়ো এবং বিভিন্ন রঙ্গিন প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন এবং স্রোগান দেন। স্লোগানে বলা হয়, বিল উপস্থাপন কর, পাস কররো এবং সমকামিতার অধিকার দাও। ব্যানারে লেখা ছিল ‘লাভ ইজ লাভ’ বা ভালবাসা তো ভালাবাসাই।

আন্দোলনের সংগঠক রেচেল ইভানস বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আবার রাস্তায় নামবো। একই দাবিতে আন্দোলন হয়েছে পার্থে, ব্রিসবেন এবং হোবার্টে। আগামী সপ্তাহে তারা মেলবোর্ন এবং অ্যাদেলেইডে মিছিল করার ঘোষণা দিয়েছেন। ম্যাথিউ হিগস নামের এক নারী বলেন, তিনি তার পার্টনারের সঙ্গে আছেন অনেকদিন

তবে প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বিবাহ আইন পরিবর্তনের বিরোধিতা করেছেন। তিনি একজন ক্যাথলিক। তার রক্ষণশীল সরকার এই সমকামী বিয়ের বিরোধিতা করে আসছেন। ২০১২ সালে সমকামী বিয়ে নিয়ে একবার পার্লামেন্টে ভোটাভুটি হয়েছিল। কিন্তু সেইবার ৯৮-৪২ ভোটে সমকামী বিয়ের পক্ষের মানুষ হেরে যায়। উল্লেখ্য, টনি অ্যাবোটের বোনও একজন সমকামী। সমকামীতা বৈধতা না দেওয়ায় ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভেঙ্গেছেন বোন। আর এখন তো সমকামী বিয়ের পক্ষে সমর্থন বেড়েই চলছে। ৭২ শতাংশ মানুষ এখন সবার সমান অধিকারের পক্ষে। সমকামী বিয়ের দাবিতে টেলিভিশনে বিজ্ঞাপনও চলছে। – এনডিটিভিসমকামী বিয়ের দাবিতে এবার আন্দোলন অস্ট্রেলিয়ায়