বুধবার সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার অনুমতি

0
133
সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি

অবেশেষ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলো ডিএমপি। মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

এর আগে বিএনপি তাদের নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করলে ডিএমপি তা বিবেচনায় রেখে কালক্ষেপণ করে। পরে এ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বিরোধীদলীয় ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির তোপের মুখে পড়েন।

পরে বিকালে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ডিএমপি।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, ‘গণহত্যা’র প্রতিবাদ, দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচার, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদসহ সরকারের পদত্যাগের দাবিতে বুধবার নয়াপল্টনে সমাবেশের ডাক দেয় বিএনপি।