‘সম্প্রীতির বীজ বপনে ছাত্রলীগের এই সম্প্রীতি বন্ধন’

0
55

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ছাত্রলীগ শীর্ষক স্লোগানকে সামনে রেখে নগরীর ৪টি পৃথক স্থানের মসজিদ-মন্দির-প্যাগোডা-গীর্জার সামনে চলমান কর্মসূচির অংশ হিসাবে বুধবার বিকেলে জামালখানের ক্যাথেলিক চার্চের পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি।

ছাত্রলীগ নেতা রনি মির্জার পরিচালনায় সম্প্রীতি বন্ধনে একাত্বতা জানিয়ে বক্তব্য দেন মাওলানা মো. আবুল বশর, পণ্ডিত ডা. বিজয় চক্রবর্ত্তী, ভান্তে সুনন্দ প্রিয় ভিবাসু।

সভাপতিত্বের বক্তব্য রাখতে গিয়ে ইমরান আহমেদ ইমু বলেন, নাছিরনগরের ঘটনাকে কেন্দ্র করে এখনো অনেকে অপ-রাজনীতির পথ খুঁজছেন। সম্প্রীতির বন্ধন ধ্বংস করে রাজনীতি করতে চায় ষড়যন্ত্রকারীরা। আমরা সেই সকল অপশক্তিকে ছাত্রলীগের মাধ্যমে রুখে দিতে চাই। হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রীষ্টানের মিলবন্ধন করতে চাই ছাত্রলীগ। তাই উদাত্ত আহবানে সমাজের সর্বস্থরের মানুষের কাছে অনুরোধ ভাতৃত্বের বন্ধনে মানবতাবোধ সজাগ রাখুন।

সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি বলেন, মসজিদ-মন্দির-গীর্জা-প্যাগাডোর পাদদেশে ছাত্রলীগের এই সম্প্রীতিবন্ধন সারাদেশের তরুন সমাজকে উদ্ধুদ্ধ করছে। ধর্মে ধর্মে হানাহানি বন্ধ করে আস্থা ফিরিয়ে আনতে আমরা সাম্যের কথা তুলে ধরছি। ৭১ এর সংখ্যালঘু নির্যাতন, ২০০১ সালের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা আর সম্প্রতি নাছিরনগরের হামলায় জড়িতদের বীজ একই সূত্রে গাঁথা। অপরাধীরা পথভ্রষ্ট ধর্মান্ধ ও স্বার্থবাদী গোষ্টি। সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎ করে বাঙ্গালীর হাজার বছরের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করার মাধ্যমে দেশের স্বাধীনতা খর্ব করতে এই তৎপরতা। তাদের সেই অপতৎপরতা নির্মূলে ছাত্রলীগের সম্প্রীতিবন্ধনের এই আয়োজন।

অন্যদের মধ্যে নগর ছাত্রলীগের সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, সৌমেন বড়ুয়া, ফররুক আহমদ পাভেল, নোমান চৌধুরী, আ ফ ম সাইফুদ্দীন সাইফ, শাহীন জোবায়ের বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি, খোরশেদ আলম মানিক, আমির হামজা, সম্পাদক মণ্ডলীর সদস্য মোহাম্মদ বিন ফয়সাল, মিনহাজুল আবেদীন সানি, মো. ওমর ফারুক, তপু বড়ুয়া, উপ-সম্পাদক মণ্ডলীর সদস্য শেখ শরীফ উদ্দিন সৌরভ, আশরাফ উদ্দিন টিটু, মো. মিজানুর রহমান, সহ-সম্পাদক রাহুল দাশ, নাদিম উদ্দিন, সুদীত বিশ্বাস, হৃদয় মিত্র সুমন, সদস্য মোশরাফুল হক পাভেল, এমরান আহমেদ শাওন, আরাফাত রুবেল, রিমন, ১৮নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, সিটি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ সাইফ, শেখ সাইফুল আলম, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা রাজেশ বড়ুয়া, শরফুল আনাম জুয়েল, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা বিকাশ দাশ, কুইয়াশ কলেজ ছাত্রলীগ নেতা হুমায়ূন রশিদ সুমন, মোহাম্মদ আলী মিতু, ফজলু হাজেরা ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা সৌরভ চৌধুরী, আরফাত জাহিদ অনিক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনিরুল ইসলাম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম, ফখরুজ্জামান ফয়সাল প্রমুখ। %e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4