সম্মিলিত প্রচেষ্টায় থ্যালাসেমিয়া রোগ নির্মূলের আহ্বান অর্থ সচিবের

0
90

 

অর্থমন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী থ্যালাসেমিয়া রোগের বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেছেন চট্টগ্রাম থ্যালাসেমিয়া রোগ প্রবণ এলাকা হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এর আলোচনা সভা ও শিশু স্বাস্থ্যের নানা কথা ও বংশগত রোগ থ্যালাসেমিয়া “দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অর্থসচিব এ আহ্বান জানান। ৪ মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক ইঞ্জিনিয়ার মিলনায়তনের আয়োজিত অনুষ্ঠানে অর্থ সচিব বলেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল থ্যালাসেমিয়া রোগের ঝুঁকি বেশি এটা আমাদের জন্য উদ্বেগের খবর। রোগীদের সেবায় থ্যালাসেমিয়া সেবা কেন্দ্রের উদ্যোগের পাশে সমাজকে সম্মিলিত ভাবে দাঁড়ানো দরকার। মানুষের সেবার এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না উল্লেখ করে তিনি বলেন আর যাতে থ্যালাসেমিয়া শিশুর জন্ম না হয় সে জন্য রাষ্ট্রকে ও প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এর সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান ছিদ্দিকী, দৈনিক আজাদির সহযোগী সম্পাদক অরুণ দাশ গুপ্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রন্থের লেখক প্রফেসর ডা. মাহমুদ এ চৌধুরী আরজু, সংগঠনের সহ-সভাপতি জয়নুল আবেদীন মুকুল। অধ্যক্ষ ফরহাদুর রহমান চৌধুরী, আনোয়ারুল মোমিন, আলোচনায় অংশ গ্রহণ করেন এবং সাধারণ সম্পাদক আশীষ ধর স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেবা বড়–য়া।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আগামী ৮ মে রোটারী ক্লাব অব চিটাগাং এর সহযোগিতায় থ্যালাসেমিয়া সেবা কেন্দ্র বাংলাদেশ এবং মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রী পরিষদের উদ্যোগে মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে থ্যালাসেমিয়া বাহক যাচাই ক্যাম্প অনুষ্ঠিত হবে।