সম্মিলিত প্রবারণা পূর্নিমা উদ্যাপন পরিষদ গঠিত

0
62

গত ১১ আগস্ট সন্ধ্যা ৭.৩০ টায় নগরির বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ঝাক জমক পূর্ণভাবে পালন করার জন্য সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদ গঠন করার লক্ষ্যে বৌদ্ধ ছাত্র ও যুব সংগঠন সমূহের সমন্বয়ে এক মত বিনিময় সভা বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়–য়া’র সভাপতিত্বে ও কোতোয়ালী থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিথুন বড়–য়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৫ আগস্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, আওয়ামীলীগ নেতা কানন চৌধুরী, উজ্জল চৌধুরী চন্দন, মহানগর যুবলীগ নেতা সনত কুমার বড়–য়া, কাজল প্রিয় বড়–য়া, কৃষ্টি প্রচার সংঘ যুব’র প্রণব রাজ বড়–য়া, বৌদ্ধ যুব পরিষদ সভাপতি প্রকৌশলী সীমান্ত বড়–য়া, সাধারণ সম্পাদক সজীব বড়–য়া ডায়মন্ড, বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রকাশনা সম্পাদক বিপ্লব বড়–য়া, আওয়ামীলীগ নেতা অন্ন কুমার বড়–য়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রকৌশলী পলাশ বড়–য়া, প্রকৌশলী বিধান চন্দ বড়ুয়া, বুুড্ডিস্ট লিডার্স ফোরাম নেত্রী রেবা বড়–য়া, দোলা চৌধুরী, সীবলী সংসদ সভাপতি বিকাশ কান্তি বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব’র সপু বড়–য়া, সংগঠক-সূর্য্যসেন বড়–য়া শঙ্কু, জয়ন্ত বড়ুয়া, সুদীপ বড়–য়া, ডাঃ শুভ্রময় বড়ুয়া, জিতু প্রিয় বড়–য়া, মানিক বড়–য়া, রুপম বড়–য়া, নিবারণ বড়–য়া, ত্রিরতœ সংঘের সাংগঠনিক সম্পাদক পুলক বড়–য়া, বৌদ্ধ নব জাগরণ সংঘের সাধারণ সম্পাদক সানি বড়–য়া, সিটু বড়–য়া, সীবলী সংসদের শুভময় বড়–য়া, লাখেরা দান ও পূণ্যশক্তি ফাউন্ডেশনের সজীব বড়–য়া হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও ঝাক জমক পূর্ণভাবে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালন করা হবে। পুরো তিনমাস ধ্যান-ভাবনা ও জ্ঞান-সাধনার পরিসমাপ্তির আনন্দ গৃহী-ভিক্ষু সবার কাছে অনাবিল শান্তির পরিপূরক এই প্রবারণা পূর্ণিমা।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়–য়াকে আহ্বায়ক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব’র সাধারণ সম্পাদক ড.সুব্রত বরণ বড়–য়াকে যুগ্ম আহ্বায়ক, মিথুন বড়–য়াকে প্রধান সমন্বয়কারী, কানন চৌধুরীকে যুগ্ম প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক সজিব বড়–য়া ডায়মন্ডকে সচিব, যুবলীগ নেতা সনত কুমার বড়–য়াকে যুগ্ম-সচিব, যুবলীগ নেতা কাজল প্রিয় বড়–য়াকে সমন্বয়কারী, ডা: শুভ্রময় বড়–য়াকে যুগ্ম সমন্বয়কারী করে ১০১ সদস্য বিশিষ্ট বৌদ্ধ ছাত্র যুব সংগঠনের সমন্বয়ে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদ্যাপন পরিষদ গঠন করা হয়।