সরকারই সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে- ডা. শাহাদাত

0
155

ডা. শাহাদাতপ্রহসনমূলক নির্বাচনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য সরকারই পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম’ চট্টগ্রাম মহানগর আয়োজিত সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন, ঘরবাড়িতে লুটপাটের প্রতিবাদে ও চিহ্নিত হামলাকারীদের বিচারের দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি প্রহসনমূলক নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে অধিকাংশ হিন্দু ভাইবোন ভোট না দেয়ায় তাদের ওপর হামলা-নির্যাতন চালানো হয়েছে। হিন্দু ভাইবোনদের একটাই অপরাধ ছিল, তারা ভোট দিতে কেন্দ্রে যায়নি।’

ডা. শাহাদাত আরো বলেন, ‘বিএনপির চেয়ারপারসন ক্ষমতায় থাকাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। সংখ্যালঘুদের ওপর কোনো হামলা-নির্যাতন হয়নি। এ ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যশোরে আওয়ামী লীগ নেতা ওয়াহাব বাহিনীর নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর হামলা করা হয়েছে। যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এসব হামলার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে চিহ্নিত হামলাকাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

‘জাতীয় হিন্দু ছাত্র ফোরাম’ চট্টগ্রাম মহানগরের সভাপতি রাজীব ধর তমালের সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক অসীম বণিকের সঞ্চালনায় সমাবেশে একত্মা প্রকাশ করে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জাহেদুল করিম কচি, বিএনপি নেতা মো. আলী, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইকবাল চৌধুরী, এসএম সালাউদ্দিন, কামরুল ইসলাম, মনোয়ারা বেগম মণি, জেলী চৌধুরী, কামরুন্নাহার দস্তগীর, রাহেলা জামান, ছাবের আহমদ, আক্তার খান, এসএমজি আকবর, একেএম পিয়ারু, হাজী মো. মহসিন আলী, মো. সেলিম, দিদারুল আলম স্বপন, সালাউদ্দিন কায়সার লাভু, আলাউদ্দিন আলী নূর, ছাত্রদল নেতা মাঈনুদ্দিন মো. শহীদ, জসীম উদ্দিন চৌধুরী, হিন্দু ছাত্র ফোরাম নেতা সঞ্জয় ধর, চন্দন দাশ, বিপ্লব চৌধুরী (বিল্লু), মিঠু ধর, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী, মাধব ধর, বাবলু শংকর নাথ, রিপন দেব, সুজন দাশ, দীপ্ত বণিক, অপু চৌধুরী, রাজীব দাশ, দীপন ধর, রিপন ধর ,সাদেকুর রহমান রিপন, যুবদল নেতা আব্দুল কাদের জসীম, এমমাদুল হক বাদশা, মিয়া মো. হারুন, আসাদুর রহমান টিপু, ছাত্রদল নেতা মুস্তাকিম মাহমুদ, সাকাওয়াত হোসাইন শাহীন প্রমুখ।