সরকারের কূটনৈতিক ব্যর্থতা প্রমাণিত হয়েছে : আমীর খসরু

0
45

মিয়ানমার রোহিঙ্গাদের অন্য কোনো দেশে ঠেলে দিতে সাহস করেনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ ক্ষেত্রে সরকারের কূটনৈতিক ব্যর্থতা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে। যারা বন্ধু হিসেবে পরিচিত তারাও পাশে নেই।

 

সোমবার কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক প্রেসবিফ্রিং এ কথা বলেন তিনি।

 

রোহিঙ্গা ইস্যুতে সরকারের কোন সুনির্দিষ্ট পরিকল্পনা নেই উল্লেখ করে তিনি বলেন, তারা ‘হেডলেস মুরগি’র মতো অন্ধকারে দৌড়ঝাঁপ করছে।
সরকারের কূটনৈতিক ব্যর্থতা রয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, লাখ লাখ রোহিঙ্গাকে পরিকল্পিতভাবে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। গোয়েন্দাদের এ ব্যাপারে আগাম তথ্য দেয়া দরকার ছিল।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর প্রমুখ।