সরকার ডিজিটাল বাংলাদেশ শ্লোগানের ভেতর ঢুকতে পারেনি

0
73

সরকার ডিজিটাল বাংলাদেশ শ্লোগানের ভেতর ঢুকতে পারেনি। তথ্য প্রযুক্তিতে ভারতের সঙ্গে তুলনা উচ্চাভিলাষী স্বপ্ন। এছাড়া ডিজিটাল বাংলাদেশ তৈরি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এটাই সরকারের একমাত্র অর্জন বলে মন্তব্য করেছেন বিবিসি বাংলাদেশ সংলাপের প্যানেল আলোচকরা। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে আকবর হোসেনের সঞ্চালনায় বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের ৭৫তম পর্বের বিষয় ছিল ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন’। অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে অংশম নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র সদস্য শামা ওবায়েদ, বেসিসে’র সাবেক সভাপতি এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ইউওয়াই সিস্টেমের চিফ এক্সিকিউটিভ অফিসার ফারহানা এ রহমান এবং কলম্বো ভিত্তিক গবেষনা সংস্থা লার্ন এশিয়া’র সিনিয়র রিসার্চ ফেলো আবু সাঈদ খান। সংলাপে জুনায়েদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার আংশিক সফলতা অর্জন করেছে। এখনই সম্পূর্ণ অর্জন চাইলে তো হবে না। আরো চার বছর সময় লাগবে ইউনিয়ন পর্যন্ত ব্রডব্যান্ড সেবা পৌছাতে। এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, যতদিন পর্যন্ত বিষয়টি শ্লোগানের পর্যায়ে থাকবে, ততদিন পর্যন্ত কোন কাজই হবে না। এক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে যা কোন সরকারের হাত ধরে আসেনি, সময়ের প্রয়োজনে এসেছে।