সরকার শুভবুদ্ধির মাধ্যমে সংলাপের সূচনা করুক

0
56

দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দলীয় প্রধানের বিবৃতি গণমাধ্যমে পাঠান।

বিএনপি চেয়ারপারসনের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আশা করবো সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে দেশের এই ক্রান্তিকালে সঙ্কট উত্তরণে গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রকে সংকোচন না করে কতৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে জাতীয় সংলাপের সূচনার পরিবেশ উন্মুক্ত করবে, দেশ ও জাতির স্বার্থেই।’

খালেদা জিয়া তার বিবৃতিতে আরো বলেন, ‘সরকারকে উপলব্ধি করতে হবে বর্তমান রাজনৈতিক সঙ্কটের কারণ। সরকার নিজেই এই সঙ্কট সৃষ্টি করেছে- যা ক্রমেই গভীর থেকে গভীরতর হয়ে পড়ছে। বাংলাদেশে অবাধ-নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক সঙ্কটের সূচনা। এ সঙ্কট উত্তরণে সরকারকে সময় থাকতেই এর উপায় বের করতে হবে। আমাদের দল মনে করে নির্বাচনকালে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অনতিবিলম্বে একটি নির্বাচনের আয়োজন এখন জরুরি।’

বিএনপির দাবি দলীয় নয় উল্লেখ করে খালেদা জিয়া তার প্রতিশ্রুতির পুর্নব্যক্ত করে বলেন, ‘আমাদের এই দাবিগুলো কোনো দলীয় দাবি নয়, আমাদের এই দাবি জনগণেরও। আমি এর আগেও প্রতিশ্রুতি দিয়েছি- ভবিষ্যতে ক্ষমতায় গেলে আমরা কোনো হিংসাশ্রয়ী-অসহিষ্ণু রাজনীতিকে প্রশ্রয় দেব না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় রাজনীতির প্রভাবের বাইরে কাজ করতে পারবেন।’

এছাড়া যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে- তাদের বিরুদ্ধে আনা সব মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান বিএনপি প্রধান।