সরাইপাড়া ওয়ার্ডের নাগরিকদের সাথে মেয়রের মতবিনিময়

0
91

সরাইপাড়া ওয়ার্ডের নাগরিকদের সাথে মেয়রের মতবিনিময়চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ৩১ অক্টোবর ২০১৪খ্রি. শুক্রবার, রাতে নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ডের অধিবাসী বিভিন্ন শ্রেণি ও পেশার নাগরিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে সিটি মেয়র উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, দায়িত্ব হলো আল্লাহর দেয়া আমানত। নগরবাসীর সার্বিক সেবা নিশ্চিত করার জন্যই প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। মেয়র বলেন, ১২নং সরাইপাড়া ওয়ার্ডের সড়ক সমূহের উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক বাতি সম্প্রসারণ, বিদ্যমান স্কুল ও কলেজের শিক্ষার মান উন্নয়ন করা হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্বচ্ছতা ও জবাবদিহীতার ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে। বিগত সাড়ে চার বছরে প্রায় ৯ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। নগরবাসীর কাংখিত সেবা তাদের দোড় গোড়ায় পৌঁছে দেয়ার যাবতীয় উদ্যোগ গ্রহন করা হয়েছে। মতবিনিময় সভায় গত ১১ অক্টোবর ২০১৪খ্রি. তারিখে সরাইপাড়া ওয়ার্ডের মাওলানা ইউনুচ খানের বাড়ীতে সংগঠিত অগ্রিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের ঘর নির্মাণের জন্য আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষথেকে মেয়র ২০ হাজার ইট প্রদান করেন। এ সময় মেয়র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সকলের সহযোগিতা চান।
মতবিনিময় সভায় স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব বাবুল হক, আলহাজ্ব নুরুল আমিন সওদাগর, ছাবের আহমদ সওদাগর, দিদারুর রহমান, ডা. নুরুল ইসলাম, আলহাজ্ব ইসলাম খান, আলহাজ্ব বাবুল হক সওদাগর, মো. শাহজাহান, শহীদুল্লাহ, মাজহারুল হক মিরন, আলহাজ্ব আবদুল হালিম খান, কাজী রশিদউল্যাহ, গোলজার হোসেন, মো. মুছা খান সহ অন্যরা উপস্থিত ছিলেন।