সর্বদলীয় সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে শিগগিরই

0
62

মন্ত্রিসভাআগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি(স্থানীয় সরকার ও প্রকৌশল) মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সমবায় পরিষদ আয়োজিত ৪২তম ‘জাতীয় সমবায় দিবস’ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের লক্ষ্য এখন আগামী নির্বাচন। তাই বিরোধী দলের আন্দোলনের দিকে তাকানোর সময় নেই সরকারের।”

এদিকে আলোচনা প্রসঙ্গে আশরাফ বলেন, “আলোচনার কোন বিকল্প নেই, যে কোন সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। হরতাল কোন বড় বিষয় নয়। মূল বিষয় হচ্ছে অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা।”

মহাজোট সরকারের মন্ত্রিসভা থেকে শিগগিরই মন্ত্রীরা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, ‘শিগগিরই মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেবেন। এরপর অন্তর্বর্তী সর্বদলীয় সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে।