সহকারী শিক্ষকদের ন্যায্য অধিকার দাবীতে মানববন্ধন

0
135

কায়সার হামিদ মানিক, উখিয়া ::
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে সোমবার দুপুর ১২টার দিকে উখিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়া সদরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন চলাকালীন সময়ে শিক্ষক নেতারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ঘোষনা দিয়েছিলেন সহকারী শিক্ষকদের বেতন ভাতা ১১তম গ্রেডে উন্নীত করা হবে। অধ্যবদী উক্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকেরা আর্থিক ভাবে মানবেতর দিন যাপন করছে।

বক্তারা বলেন, প্রায় ৮ লাখ রোহিঙ্গা বসবাসের কারনে দ্রব্যমূল্যের উর্ধগতি সহ সার্বিক ক্ষেত্রে শিক্ষকেরা এক মহা ক্রান্তিলগ্নে দিন কাটাচ্ছে। অথচ প্রধান শিক্ষকের মত তারাও যথাযত দায়িত্ব পালন করছে। কিন্তু বেতন ভাতা প্রদত্ত ক্ষেত্রে সহকারী শিক্ষদের আজ চরম বৈষম্যতার শিকার হয়ে পরিবার পরিজন নিয়ে অসহনীয় কষ্টের ভিতর দিন যাপন করতে হচ্ছে। বক্তারা আরো বলেন, যতক্ষন না প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহকারী শিক্ষকদের বেতন ভাতা ১১তম গ্রেডে উন্নীত করার ঘোষনা না দেয়। ততক্ষন পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন অব্যাহত রাখবে। ঘন্টাব্যাপী মানববন্ধনত্তোর পথ সভায় বক্তব্য রাখেন, উখিয়া সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছির উদ্দিন, সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক মুজিবুল হক, শাহজান, নুরুল্লাহ, মোঃ ইসলাম, আব্দুল মালেক ও বেলাল উদ্দিন।