সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে বাংলাদেশ

0
49

জিডিপি ও বিনিয়োগ প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে। তাই ২০১৫ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের বের হয়ে আসার সম্ভাবনা নেই বলে মনে করছে জাতিসংঘের বাণিজ্য সংস্থা আঙ্কটাড।

এছাড়া স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে রুয়ান্ডা, কম্বোডিয়া এবং বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে এগিয়ে আছে বলেও মনে করে সংস্থাটি। বৃহস্পতিবার সকালে সিরডাপ মিলনায়তনে সিপিডি আয়োজিত সংবাদ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আঙ্কটাডের রিপোর্টে এসব তথ্য ওঠে এসেছে।

সিপিডি’র পক্ষ থেকে আরও বলা হয় ২০১৫ পরবর্তী যে উন্নয়ন লক্ষ্যমাত্রা আসতে যাচ্ছে তাতে অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়ন খাতকে জোর দেয়া হয়েছে।