বাড়ি আমাদের চট্টগ্রাম সাঁড়াশি অভিযানে আটক ৫, চাপাতি উদ্ধার

সাঁড়াশি অভিযানে আটক ৫, চাপাতি উদ্ধার

0
68

নগরীর কোতোয়ালী থানার সিআরবি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় দুটি দেশিয় তৈরি বন্দুক, চারটি চাপাতি, চারটি ছুটি ও বেশ কিছু লোহার রড উদ্ধার করা হয়েছে।
সাঁড়াশি অভিযানে আটক ৫, চাপাতি উদ্ধার
সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নিয়েছে।

নগর পুলিশের উপকমিশনার দক্ষিণ কামরুল আমীন বাংলানিউজকে বলেন, সিআরবি ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচজনকে আটক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

গত রোববার সিআরবি সাত রাস্তার মোড়ে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরে ও ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম লিমন অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

এরপর মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত সিআরবি ও এর আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ১১জনকে আটক করে পুলিশ।

রোববারের আগে ১২ অক্টোবর দুই পক্ষের কর্মীরা ওই এলাকায় সংঘর্ষে জড়ায়। ২০১৩ সালের ২৪ জুন একই এলাকায় টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন গোলাগুলিতে সাজু পালিত নামে এক যুবলীগকর্মী এবং আরমান হোসেন টুটুল নামে এক শিশু নিহত হয়।