সাংগ্রাই উৎসব শুরু

0
265

পাহাড়ে মারমা সম্প্রদায়ের সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় খাগড়াছড়িতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
মারমা উন্নয়ন সংসদের উদ্দ্যোগে বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মারমা, ত্রিপুরা ও পাহাড়ি-বাঙালি সকলে নানা রঙিন পোশাকে সজ্জিত হয়ে নেচে গেয়ে উল্লাসে মেতে উঠে।

মারমা সম্প্রদায়ের লোকজন র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। ট্রাকে ও পিক-আপে করে মারমা তরুণ-তরুণীরা “জলকেলি” উৎসবে মেতে উঠে। এছাড়াও ভ্যান গাড়িতে চড়ে ঐতিহ্যবাহী ছাতা মাথায় নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন তারা।
এর আগে মারমা উন্নয়ন সংসদের সামনে র‌্যালিটির উদ্বোধন করেন খাগড়ছড়ির সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ায় জেনারেল হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলমসহ বিভিন্ন সামরি- বেসামরিক কর্মকর্তাবৃন্দ।