সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ

0
84

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের দুই নেতা-কর্মী। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পাসের শাহ আমানত হলের সামনে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতাদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া সাংবাদিকের নাম শরীফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং ক্যাম্পাসভিত্তিক অনলাইন পত্রিকা সিইউটাইমস’র সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনায় হাটহাজারী থানায় জড়িত দুই ছাত্রলীগ নেতা-কর্মীর নামে মামলা করেছেন শরীফুল ইসলাম।

সাংবাদিক শরীফুল ইসলাম বলেন, ‘আমিশাহ আমানত হলের সামনে আড্ডা দিচ্ছিলাম। এসময় ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক কনকর্ড পক্ষের নেতা ও ইতিহাস বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে করে ‘মেরে ফেলবো, কোপায় ফেলবো’ বলে বলে গালিগালাজ করছিলেন। এসময় তার কাছ থেকে এর কারণ জানতে চাইলে সে উল্টো আমাকে ‘তোমাকে কোপালে কি হবে’ এই কথা বলে মারতে থাকে। পরে তার সঙ্গে যোগ দেয়ে একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম জিমেল নামের আরেক ছাত্রলীগ নেতা। এরপর আশেপাশে অবস্থানরত অন্যান্য ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আমাকে উদ্ধার করেন।’

এ বিষয়ে শরীফুল ইসলাম আরও বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে অবহিত করেছি। জড়িতদের বিরুদ্ধে হাটহাজারী থানায় আমি মামলা করেছি।’

এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, ‘শরীফুল ইসলাম ছাত্রলীগ নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল। আমি তার প্রতিবাদ করলে সে আমার দিকে তেড়ে আসে। পরে আমি প্রতিহত করি।’