সাংবাদিক জালাল না হলে শিক্ষা কমপ্লেক্সে সৃষ্টি হতো না

0
98

পটিয়া খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সে সাংবাদিক জালাল উদ্দিন এর স্বরণ সভায় মেয়র হারুন
পটিয়া প্রতিনিধি॥
পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেছেন, মরহুম সাংবাদিক জালাল উদ্দিন আহমদ এর আন্তরিক প্রচেষ্টায় পটিয়া পৌরসদরে পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতন নিয়ে খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্স এর সৃষ্টি হয়। আর্থিকভাবে সার্বিক পৃষ্টপোষকতায় ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান। এ প্রতিষ্টান গড়ে উঠেছে বিদায় পটিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫ হাজার নারী শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ হয়েছে। এতে নারী শিক্ষার ক্ষেত্রে এর প্রতিষ্টান দক্ষিণ চট্টগ্রামের ব্যাপক ভূমিকার রাখছে। সাংবাদিক জালাল উদ্দিন আহমদ না হলে খলিলূর রহমান শিক্ষা কমপ্লেক্সে সৃষ্ঠি হতো না। এ প্রতিষ্টানের মাধ্যমে সাংবাদিক জালাল উদ্দিন আহমদ এর কর্মের জন্য তিনি আজীবন স্বরণীয় হয়ে থাকবে। সোমবার বিকেল পটিয়া খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সে এর সাংবাদিক জালাল উদ্দিন আহমদ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খলিলূর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও শিক্ষক বিল্পব ভট্টচার্য্য পরিচালনায় বক্তব্য রাখেন, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, কলেজ গভনিং বডির সদস্য সাবেক প্রধান শিক্ষক এস এম মুছা, নুর নাহার জালাল, অধ্যাপক অভিজিৎ বড়–য়া মানু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ছিদ্দিকী, স্কুল কমিটির সদস্য মনজুর আহমদ, আবুল মনছুর, সহকারী প্রধান শিক্ষক ছালেছা বানু, খলিলুর রহমান সাংস্কৃতিক একাডেমীর সম্পাদক অধ্যাপক ভগীরথ দাশ, শিশু নিকেতন এর অধ্যক্ষ কহিনুর আকতার, শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, সাংবাদিক জালাল উদ্দিন আহমদ এর কণ্যা এডভোকেট জোবাইদা গুলশান আরা জিমি, স্কুলের প্রধান মাওলানা আবদুল হক নিজামী প্রমুখ। সকালে সাংবাদিক জালাল উদ্দিন আহমদ এর কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান।