সাকিব আর বাংলাদেশের প্রশংসা হ্যাডিনের

0
83

হ্যাডিনবাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নিয়ে বেশ ভাবছে অস্ট্রেলিয়া। ব্রিসবেন ম্যাচের আগে সাকিব আল হাসানের সঙ্গে পুরো বাংলাদেশ দলের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। মাশরাফি বিন মুর্তজার দলকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ব্রিসবেনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশকে ছোট করে না দেখার কথা বলেন হ্যাডিন।

“নিশ্চিত করেই তারা বিপজ্জনক এক দল-তাদের কিছু ম্যাচ জেতানো খেলোয়াড় আছে।”

বিশেষ করে সাকিব আল হাসানের কথা বললেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান।

“তাদের দলে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার আছে। এখানে নাম করে নিতে সে খুব উন্মুখ হয়ে আছে।”

সাকিব ছাড়াও যে বাংলাদেশে ভালো করার মতো আরও খেলোয়াড় আছে, সেটাও বলেন হ্যাডিন। আর সব মিলিয়ে নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো দলকেই হারিয়ে দিতে পারে বলে মনে করেন তিনি।

এর আগে মিচেল জনসন আর গ্লেন ম্যাক্সওয়েলও বাংলাদেশকে নিয়ে তাদের সতীর্থদের সতর্ক হওয়ার পরামর্শ দেন।

শনিবার ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশের ম্যাচটি নিয়ে অবশ্য একটি দুশ্চিন্তা আগে থেকেই আছে অস্ট্রেলিয়া শিবিরে। কুইন্সল্যান্ডের উপকূলে শুক্রবার অস্ট্রেলিয়ার সময় সকাল ৭টায় আঘাত হানবে সাইক্লোন ম্যার্সিয়া। এর প্রভাবে শনিবারও প্রবল বৃষ্টি হতে পারে। ব্রিসবেনের ম্যাচটি তাতে পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।