সাজাপ্রাপ্ত আসামী নাহিদ হাসান চৌধুরী কমলকে গ্রেফতার

0
75

মিরসরাইয়ে ছিনতাই ও চাঁদাবাজি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী নাহিদ হাসান চৌধুরী কমলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ অক্টোবর) মিরসরাই উপজেলা পরিষদ এলাকার এলজিইডি কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

কমল মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য এবং ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর গ্রামের বদরুদ্দৌজার পুত্র।
%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a6

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, ছিনতাইও চাঁদাবাজি মামলায় দ্রুত বিচার আইনে আদালত আসামী নাহিদ হাসান কমলকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড ঘোষণা করে। এরপর থেকে কমল পলাতক ছিল।

সোমবার উপজেলা পরিষদ এলাকায় তার উপস্থিতির খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।